এনসিএল টি-টুয়েন্টির সেরা যারা

২৪ ডিসেম্বর ২০২৪

এনসিএল টি-টুয়েন্টির সেরা যারা

দেশের ক্রিকেটারদের টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ করে দিতে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো আয়োজন করা হয় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি। টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা জিতেছে রংপুর বিভাগ। দেখে নেওয়া যাক ব্যাট-বলের পারফরম্যান্সে টুর্নামেন্টে শেষে এগিয়ে আছেন কারা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে মেট্রোকে মাত্র ৬২ রানে গুটিয়ে দেয় রংপুর। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আকবর আলীর দল।

আট দলের এই টুর্নামেন্টে রংপুরকে শিরোপা জেতাতে বল হাতে বড় অবদান রেখেছেন আলাউদ্দিন বাবু। প্রথম আসরের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারটিও জিতেছেন ডানহাতি এই পেসার। ৯ ম্যাচে ৯ দশমিক ৮৪ গড়ে তার শিকার ১৯ উইকেট। আর পুরো টুর্নামেন্টে ওভার প্রতি রান দিয়েছেন সাড়ে ৫ করে।

ফাইনালে বল হাতে ৩ উইকেট শিকার করেন আলাউদ্দিন১৭ উইকেট নিয়ে এই তালিকার দুইয়ে আছেন চট্টগ্রাম বিভাগের তরুণ পেসার আহমেদ শরিফ। ৮ ম্যাচে ১১ দশমিক ৮৮ গড়ে তিনি এই উইকেট শিকার করেন। পরের তিনটি অবস্থানে আছে রানার্স-আপ ঢাকা মেট্রোর তিন জন। ১০ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনে বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। সমান ম্যাচে ১৪ উইকেট আরেক স্পিনার আলিস আল ইসলামেরও। ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পাঁচে আছেন আবু হায়দার রনি।

বাঁহাতি পেসার রনি যে শুধু বল হাতেই টুর্নামেন্টে দলকে সহায়তা করেছেন এমন কিন্তু নয়। ব্যাট হাতে ৯ ইনিংসে ১৬৪ স্ট্রাইক-রেটে রান করেছেন ১৪৭। অলরাউন্ড পারফরম্যান্সে পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

অলরাউন্ড পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা রনিঅন্যদিকে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার ১০ ইনিংসে ১৩৫ দশমিক ০৪ স্ট্রাইক-রেটে রান করেছেন ৩১৬। ফিফটি হাঁকিয়েছেন ৩টি।

টুর্নামেন্টের প্রথম দিনই শতক হাঁকানো জিশান আলম আছেন তালিকার দুইয়ে। ৭ ইনিংসে ১৫৮ দশমিক ৭৬ স্ট্রাইক-রেটে সিলেট বিভাগের তরুণ এই ওপেনারের রান ২৮১। এক সেঞ্চুরি ছাড়াও আছে দুটি ফিফটি। টুর্নামেন্ট সর্বোচ্চ ২২টি ছক্কাও ডানহাতি এই ব্যাটারের।

ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আসরের সর্বোচ্চ রান-সংগ্রাহ নাঈম২৬৬ রান নিয়ে তালিকার তিন নম্বরে আছেন সাবেক টি-টুয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। খুলনা বিভাগকে নেতৃত্ব দেওয়া এই উইকেটকিপার-ব্যাটার ৮ ইনিংসে ১২৬ দশমিক ০৭ স্ট্রাইক-রেটে এই রান করেন। তার পরের অবস্থানে থাকা হাবিবুর রহমানের রান ২৫৯, স্ট্রাইক-রেট ১৬০ দশমিক ৮৭। রাজশাহী বিভাগের তরুণ এই ব্যাটার ৭ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি ছক্কা হাঁকিয়েছেন।

পাঁচে আছেন চলতি মাসের শুরুতে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতানো অধিনায়ক আজিজুল হাকিম তামিম। খুলনার হয়ে ৯ ইনিংসে বাঁহাতি এই ব্যাটারের রান ২৩৭। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১৬ ছক্কা এসেছে তার ব্যাট থেকে।

মন্তব্য করুন: