মেলবোর্নে ওপেনিংয়ে ফিরবেন কিনা জানালেন না রোহিত
২৪ ডিসেম্বর ২০২৪
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ওপেনিংয়ের জায়গাটাও ছেড়ে দিয়েছেন। মেলবোর্নে সিরিজের চতুর্থ ম্যাচে আবারও নিজের প্রিয় পজিশনে ফিরবেন কি না, এ বিষয়ে মুখ খোলেননি ভারত অধিনায়ক।
চলতি বছর এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছেন রোহিত। বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুটো সেঞ্চুরি ও একটি ফিফটি ছাড়া একদমই নিষ্প্রভ ছিল তার ব্যাট। সবশেষ ৭ ম্যাচে ১৩ ইনিংসে পঞ্চাশের দেখা পেয়েছেন স্রেফ একবার। এ সময় রান করেছেন মাত্র ১৫২, গড় ১১ দশমিক ৬৯।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে খেলছেন ছয় নম্বর পজিশনে। তবে এখানেও রানের দেখা পাচ্ছেন না ভারত অধিনায়ক। এখন পর্যন্ত খেলা দুই টেস্টের তিন ইনিংসে যথাক্রমে রান করেছেন ৩, ৬ ও ১০।
চতুর্থ টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ওপেনিংয়ে ফিরবেন কি না – জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে চাননি রোহিত।
“কে কোথায় ব্যাট করবে, তা আমাদের দলের ভেতরেই সিদ্ধান্ত নিতে হবে। এটা প্রতিটি প্রেস কনফারেন্সে আলোচনার বিষয় নয়। আমাদের যা দরকার, তা আমাদের দলকে সেরা সুযোগ দিতে পারে, আমরা সেটাই করব।”
রোহিত ছাড়াও সাদা পোশাকের ক্রিকেটে হতাশাজনক সময় পার করছেন বিরাট কোহলি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে শতক হাঁকিয়ে বাজে সময়কে পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু পরের ম্যাচগুলোতে আবারও হতাশ করেন ভারতের এই ব্যাটিং তারকা। বিশেষ করে অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে একাধিকবার আউট হয়েছেন। আর এই সমস্যা কাটিয়ে উঠতে রোহিতকে পাশে পাচ্ছেন এই ব্যাটিং তারকা।
সংবাদ সম্মেলনে অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কোহলির আউট হওয়ার বিষয়টি উঠলে ভারত অধিনায়ক বলেন, “আধুনিক যুগের সেরা খেলোয়াড়রা নিজেরাই সমস্যার সমাধান খুঁজে নেন।”
পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে জয়ের পর অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টে ১০ উইকেটে হেরেছিল ভারত। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টটি ড্র করেছিল তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি খেলতে হলে শেষ দুই ম্যাচ জিততেই হবে ভারতকে। তবে আপাতত মেলবোর্ন টেস্টে চোখ রোহিতের।
“দুই দলই ভালো ক্রিকেট খেলেছে। বাকি দুই টেস্ট উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আমরা মেলবোর্নের দিকে মনোযোগ দিতে চাই। এখান থেকে কী অর্জন করা যায় তা ঠিক করতে এবং ভালো খেলতে চাই।"
মন্তব্য করুন: