রেকর্ড গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ
২৫ ডিসেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ৯ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন যশপ্রীত বুমরাহ। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে টেস্ট বোলারদের তালিকার শীর্ষে আছেন এই ডানহাতি পেসার।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে বুমরাহর রেটিং পয়েন্ট ৯০৪। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে এই রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সদ্য সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে এই কীর্তি গড়েছিলেন এই অফস্পিনার।
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে রীতিমত আগুন ঝরানো বুমরাহ এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। তিন ম্যাচে ছয় ইনিংসে তার শিকার ২১ উইকেট, গড় ১০ দশমিক ৯০। মেলবোর্ন টেস্ট দিয়ে অশ্বিনের রেকর্ড ভাঙার সুযোগ আছে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের।
বোলারদের র্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই পেসারের রেটিং পয়েন্ট ৮৫৬। তালিকার তিনে আছেন চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
অন্যদিকে অ্যাডিলেইড টেস্টের পর ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে টেস্ট ব্যাটারদের তালিকার চার নম্বরে উঠে এসেছেন ট্র্যাভিস হেড। পেছনে ফেলেছেন ভারতের যশস্বী জয়সোয়ালকে। একই টেস্টে ১০১ রানের ইনিংস খেলে তালিকার ১০ নম্বরে অবস্থান করছেন স্টিভেন স্মিথ।
৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন জো রুট। পরের অবস্থানে আছেন তার ইংল্যান্ড সতীর্থ হ্যারি ব্রুক। তিনে নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিনটি অর্ধশতকের ইনিংস খেলে এই ফরম্যাটে ব্যাটারদের তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন হাইনরিখ ক্লাসেন। অন্যদিকে একই সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ২৩ নম্বরে উঠেছেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব।
টানা চার বছর ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষে থেকে বছর শেষ করেছেন পাকিস্তানের বাবর আজম। তালিকার পরের দুই অবস্থানে যথাক্রমে আছেন ভারতের দুই ব্যাটিং তারকা রোহিত শর্মা ও শুবমান গিল।
মন্তব্য করুন: