র‌্যাঙ্কিংয়ের সেরা দশে মাহেদী

২৫ ডিসেম্বর ২০২৪

র‌্যাঙ্কিংয়ের সেরা দশে মাহেদী

বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বোলাররা। র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মাহেদী হাসান। এছাড়াও ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টির বোলারদের তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন মাহেদী। ৬৩৬ রেটিং পয়েন্টে ১৩ ধাপ উপরে উঠেছেন এই অফস্পিনার। তার ঠিক পরের স্থানেই আছেন তাসকিন। ডানহাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৬৩০।

ক্যারিবিয়ানদের মাটিতে প্রথমবারের মতো টি-টুয়েন্টি জয়ের অন্যতম নায়ক মাহেদী তিন ম্যাচে ৫ দশমিক ৭৫ গড়ে উইকেট নেন ৮টি। ওভার প্রতি রান দেন ৪ দশমিক ১৮। এছাড়াও ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শিকার করা তাসকিন ৭ ধাপ উপরে উঠেছেন। আর তৃতীয় সর্বোচ্চ ৬ উইকেট শিকার লেগস্পিনার রিশাদ ২১ ধাপ এগিয়ে অবস্থান করছেন তালিকার ১৭ নম্বরে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন হাসান। সিরিজে ৪ উইকেট শিকার করা ডানহাতি এই পেসার ২৩ ধাপ উপরে উঠে আছেন তালিকার ২৪ নম্বরে। সমান উইকেট নেওয়া তানজিম যৌথভাবে আছেন ৪৫ নম্বরে। ডানহাতি এই পেসার এগিয়েছেন ১৬ ধাপ।

এই সিরিজে না খেলা পেসার মুস্তাফিজুর রহমান ৭ ধাপ নিচে নেমে অবস্থান করছেন তালিকার ২৬ নম্বরে।

টি-টুয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সেরা ত্রিশের মধ্যে নেই বাংলাদেশের কেউই। চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে না খেলা তাওহিদ হৃদয় ২৯ নম্বর থেকে নেমে গেছেন ৩১ নম্বরে। লিটন দাস আছেন ৪৭ নম্বরে।

মন্তব্য করুন: