শঙ্কা কাটিয়ে অস্ট্রেলিয়া একাদশে হেড, ওপেনিংয়ে ফিরতে পারেন রোহিত
২৫ ডিসেম্বর ২০২৪
চোটের কারণে ভারতের বিপক্ষে মেলবোর্নে শুরুতে হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামা নিয়ে শঙ্কা ছিল ট্র্যাভিস হেডের। তবে ম্যাচের আগের দিন তাকে নিয়ে সুসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। মাঠে নামতে প্রস্তুত এই মারকুটে ব্যাটার। অন্যদিকে এই ম্যাচ দিয়ে আবারও ওপেনিংয়ে ফিরতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় ঊরুর পেশিতে টান পড়ে হেডের। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির সর্বোচ্চ রান-সংগ্রাহক এই ব্যাটার।
বুধবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হেডের খেলার বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক প্যাট কামিন্স।
“সে আজ ও গতকাল শেষ মুহূর্তের কিছু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ট্র্যাভকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। সে পুরোপুরি ফিট হয়ে খেলবে।”
এখন পর্যন্ত হওয়া তিন ম্যাচের পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪০৯ রান করেছেন হেড।
অন্যদিকে সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে একাদশে দুটো পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ন্যাথান ম্যাকসুয়েনির জায়গায় এই ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে ১৯ বছর বয়সী স্যাম কনস্ট্যাসের। আর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের জায়গায় একাদশে ফিরেছেন স্কট বোল্যান্ড।
বৃষ্টি বিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র করার পর এই ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আনার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পারিবারিক কারণে সিরিজের প্রথম টেস্টে না খেলা রোহিত পরের দুই ম্যাচে খেলেন ছয় নম্বর পজিশনে। এই তিন ম্যাচে তার জায়গায় ওপেনিংয়ে খেলেন লোকেশ রাহুল।
তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্ন টেস্ট দিয়ে আবারও ওপেনিংয়ে ফিরতে পারেন রোহিত। এক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করবেন রাহুল। এছাড়াও পেস অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডির বদলে একাদশে দ্বিতীয় স্পিনার অন্তর্ভুক্ত করার কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট।
মন্তব্য করুন: