পাকিস্তান টেস্ট একাদশে ফিরলেন বাবর
২৫ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে আবারও একাদশে ফিরেছেন বাবর আজম। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য নাসিম শাহকে ফিরিয়ে চার পেসার নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ম্যাচের একাদশ ঘোষণা করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এই ম্যাচ দিয়ে আবারও ওপেনিংয়ে ফিরছেন এই বাঁহাতি ব্যাটার। গত কয়েক সিরিজে তিন নম্বরে ব্যাট করছিলেন তিনি।
একাদশে ফেরা বাবর এবার খেলবেন তিন নম্বর পজিশনে। তার খেলা চার নম্বর পজিশনে ব্যাট করবেন কামরান গুলাম। বাবর দল থেকে বাদ পড়ার পর টেস্টে অভিষেক ইনিংসে এই পজিশনে শতক হাঁকান এই ব্যাটার।
গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারের পর অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন বাবর। যদিও সে সময় পিসিবির তরফ থেকে জানানো হয়, সাময়িক সময়ের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
তবে বিশ্রামের কথা বললেও মূলত ব্যাটিংয়ে ছন্দহীনতার কারণেই দলে জায়গা হারান বাবর। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত টেস্টে কোনো ফিফটি হাঁকাতে পারেননি তিনি। ১৭ ইনিংসে ২০ দশমিক ৭০ গড়ে তার সংগ্রহ ৩৫২ রান। আর চলতি বছর চার টেস্টের ৮ ইনিংসে তার রান মাত্র ১৪৮।
অথচ ২০২২ সালে দুর্দান্ত সময় কাটান ৩০ বছর বয়সী এই ব্যাটার। ১৭ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে সে সময় ৬৯ দশমিক ৬৪ গড়ে তিনি করেন ১ হাজার ১৮৪ রান।
বাবরের সঙ্গে সেই ম্যাচের পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন নাসিমও। এই ম্যাচে বোলিং আক্রমণে ডানহাতি এই পেসারের সঙ্গী আমের জামাল, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস। একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।
প্রথম টেস্টে পাকিস্তান একাদশ:
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররাম শেহজাদ, মোহাম্মদ আব্বাস।
মন্তব্য করুন: