কনস্ট্যাসকে ধাক্কা দিয়ে সাবেকদের তোপের মুখে কোহলি

২৬ ডিসেম্বর ২০২৪

কনস্ট্যাসকে ধাক্কা দিয়ে সাবেকদের তোপের মুখে কোহলি

অস্ট্রেলিয়া-ভারতের মেলবোর্ন টেস্টের প্রথম দিনের খেলা শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্যাম কনস্ট্যাসকে বিরাট কোহলির ধাক্কা দেওয়ার বিষয়টি। এই ঘটনায় সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছেন ভারতের এই তারকা ব্যাটার।

বৃহস্পতিবার সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনের দশম ওভারে শেষের ঘটনা এটি। মোহাম্মদ সিরাজের করা ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তে থাকা সঙ্গী উসমান খাজার দিকে যাচ্ছিলেন কনস্ট্যাস। সে সময় উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন কোহলি। এমন সময় অনেকটা আচমকাই অভিষিক্ত কনস্ট্যাসের দিকে এগিয়ে এসে তার কাঁধে ধাক্কা দেন এই ভারতীয় তারকা।

ধাক্কা লাগার পর বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। পরিস্থিতি বুঝতে পেরে দুজনকে শান্ত করার চেষ্টা করেন খাজা। ততক্ষণে মাঠের আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় কোহলিকেই দোষারোপ করেন ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক ক্রিকেটাররা।

ম্যাচের সম্প্রচারক চ্যানেল সেভেনের ধারাভাষ্যকক্ষে এই ঘটনার জন্য সরাসরি কোহলিকে দায়ী করে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, “একবার দেখুন বিরাট কোথায় হাঁটছে। বিরাট তার ডানে পিচের দিকে হেঁটেছে এবং সংঘর্ষটা উসকে দিয়েছে। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।

কোনো সন্দেহ নেই, আম্পায়ার এবং রেফারি বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন। বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমি মানছি, (ওভার শেষে) ওই পর্যায়ে তাদের (ভারতের ফিল্ডার) কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে।

আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু তাকে (কোহলি) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোহলির কাছে এমন আচরণ অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন মাইকেল ভন। মধ্যাহ্ন ভোজের বিরতিতে ফক্স ক্রিকেটের আলোচনা অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, “সে পুরোপুরি ভুল কাজ করেছে।

আমি জানি না কেন তার মতো সিনিয়র একজন, যিনি কি না অনেকদিন যাবত খেলছেন কেন একজন ১৯ বছর বয়সীর সঙ্গে উত্তেজিত হয়ে যাবেন। স্যাম কনস্ট্যাস এখানে কোনো ভুল করেনি। বিরাট তার দিকে ঘুরে গেছে। আপনি এমনটা করতে পারেন না।

চ্যানেল সেভেনের ধারাভাষ্যে থাকা সাবেক আম্পায়ার সাইমন টাফেল প্রথমে মনে করেছিলেন যে, ঘটনাটি আইসিসির শাস্তি এড়াতে পারে। কিন্তু ওয়াইড শট রিপ্লে দেখার পর নিজের মত পাল্টে জানান, এই ঘটনার জন্য সমস্যায় পড়তে পারেন কোহলি।

ডিরেক্টরের দেওয়া এই ওয়াইড শটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে দেখা যাচ্ছে বিরাট কোহলি তার লাইন পরিবর্তন করে স্যাম কনস্ট্যাসের জায়গায় প্রবেশ করছেন।

অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ নিয়ে আইসিসির ধারার কথা উল্লেখ করে সাবেক এই আম্পায়ার বলেন, “বিরাটের কার্যকলাপ এই ধারার অধীনে পড়ে কি না তা নির্ধারণ করার জন্য আজকের খেলা শেষে আম্পায়ার ও রেফারি এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। আমার পরামর্শ হবে, তারা এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখবে এবং সম্ভবত এখন কিছু ব্যবস্থা নেওয়ার কথা ভাববে।

শেষ পর্যন্ত এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট যদি মনে করেন, কোহলি লেভেল টু পর্যায়ের অপরাধ করেছেন তাহলে সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ এই তারকা ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতকে।

আইসিসির আইন অনুযায়ী লেভেল টু অপরাধের শাস্তি হিসেবে ৩ কিংবা ৪টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ৪ ডিমেরিট পয়েন্ট পেলে সিডনি টেস্টের জন্য নিষিদ্ধ হবেন কোহলি। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত আইসিসির শাস্তি পাননি তিনি।

মন্তব্য করুন: