বাংলাদেশি কোচের সঙ্গে অনুশীলনে সফল কনস্ট্যাস

২৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশি কোচের সঙ্গে অনুশীলনে সফল কনস্ট্যাস

মেলবোর্ন টেস্টে অভিষেক ইনিংসে ব্যাট হাতে ঝড় তুলেছেন স্যাম কনস্ট্যাস। ব্যাট হাতে শুরুর দিকে যশপ্রীত বুমরাহর বলে রিভার্স স্কুপ শটে মেরেছেন ছক্কাও। আর দিনের খেলা শেষে সফলভাবে এই শট খেলতে পারার কৃতিত্ব নিজের বাংলাদেশি কোচকে দিয়েছেন অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট ওপেনার।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ১৯ বছর ৮৫ দিন বয়সে ব্যাগি গ্রিন টুপি মাথায় তোলেন কনস্ট্যাস। ব্যাট হাতে বুমরাহর খেলা প্রথম ১৮ বলে তুলতে পারেন কেবল ২ রান। তবে এর মাঝেই দুবার রিভার্স স্কুপ বা র‌্যাম্প শট খেলার চেষ্টা করেন তিনি। তবে সে যাত্রায় সফল হতে পারেননি।

কিন্তু ইনিংসের সপ্তম ওভারে নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসেন কনস্ট্যাস। বুমরাহর করা ওভারের প্রথম বলেই স্কুপ শটে কিপারের মাথার উপর দিয়ে মারলেন চার। পরের বলে রিভার্স স্কুপে স্লিপের উপর দিয়ে হাঁকালেন ছক্কা। পঞ্চম ডেলিভারিতে আরেকটি রিভার্স স্কুপ। তবে এবার তা ছক্কা হতে হতেও হয়নি। সেই ওভারে আসে ১৪ রান।

এরপর বুমরাহ টেস্ট ক্যারিয়ারে এক সবচেয়ে বেশি রান নেওয়ার রেকর্ড গড়েন কনস্ট্যাস। ইনিংসের ১১তম ওভারে দুটি চার, একটি ছক্কা ও দুটি ডাবলসে ১৮ রান নেন এই তরুণ ব্যাটার। এর আগে সাদা পোশাকের ক্রিকেটে বুমরাহর এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি ছিল ১৬ রানের।

ব্যক্তিগত ব্যাটিং কোচ তাহমিদের সঙ্গে কনস্ট্যাসশেষ পর্যন্ত কনস্ট্যাসের ইনিংস থামে ৬০ রানে। ৬৫ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ২ ছক্কায়। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রিভার্স স্কুপ শট খেলার কৃতিত্ব নিজের ব্যক্তিগত ব্যাটিং কোচ তাহমিদ ইসলামকে দেন এই ওপেনার।

হ্যাঁ, অবশ্যই এটা পূর্বপরিকল্পিত ছিল। বিশেষ করে গতির সঙ্গে। আমি শুধু আমার মাথা স্থির রাখার চেষ্টা করছিলাম এবং ব্যাটে কতটা জোরে মারতে পারি সেটা। তবে হ্যাঁ, কয়েকটা আজকে খেলতে পেরেছি এবং ফিল্ডিং পরিবর্তন করিয়েছি, যেটা ভালো ছিল। এরপর তাদেরকে আমার চাহিদা মতো জায়গায় বল ফেলাতে চেষ্টা করি।

এটা আমার ব্যাটিং কোচ তাহমিদের সঙ্গে অনুশীলন করেছি। আর শেন ওয়াটসনের সঙ্গে মানসিক দিকগুলো নিয়ে। প্যাট কামিন্স আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। শুধু বলেছে নিজের মতো খেলো।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য এজের প্রতিবেদন অনুযায়ী, কনস্ট্যাসের বয়স বিবেচনায় এবং তার সম্পর্কে দলের কোচদের কম অভিজ্ঞতা থাকায় তাকে ব্যক্তিগত ব্যাটিং কোচ তাহমিদকে মেলবোর্নে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়। টেস্টের প্রস্তুতিতে ডানহাতি এই ব্যাটার কাজ করেছেন তাহমিদের সঙ্গে।

প্রতিবেদনে তাহমিদকে বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছে। তাহমিদ ও কনস্ট্যাস দুজনই থাকেন সিডনিতে। সেখানেই স্কুল পর্যায় থেকে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ।

মন্তব্য করুন: