কনস্ট্যাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

২৬ ডিসেম্বর ২০২৪

কনস্ট্যাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

স্যাম কনস্ট্যাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় বিরাট কোহলিকে শাস্তি দিয়েছে আইসিসি। প্রথম দিনের খেলা শেষে ভারতীয় ব্যাটিং তারকাকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভার শেষে এই ঘটনা ঘটে। আইসিসির অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ বিষয়ক ধারা ভঙ্গ করায় লেভেল ওয়ান অপরাধ হিসেবে কোহলিকে শাস্তি দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। কোহলি শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। ২০১৯ সালের পর প্রথমবারের মতো আইসিসির শাস্তি পেলেন তিনি।

মোহাম্মদ সিরাজের করা দশম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তে থাকা সঙ্গী উসমান খাজার দিকে যাচ্ছিলেন কনস্ট্যাস। সে সময় উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন কোহলি। এমন সময় অনেকটা আচমকাই অভিষিক্ত কনস্ট্যাসের দিকে এগিয়ে এসে তার কাঁধে ধাক্কা দেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

ধাক্কা লাগার পর বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। পরিস্থিতি বুঝতে পেরে দুজনকে শান্ত করার চেষ্টা করেন খাজা। ততক্ষণে মাঠের আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় কোহলিকেই দোষারোপ করেন ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক ক্রিকেটাররা।

দ্বিতীয় সেশনের বিরতির সময় সম্প্রচারক চ্যানেল সেভেনকে দেওয়া সাক্ষাৎকারে ধাক্কার ঘটনা নিয়ে ১৯ বছর বয়সী কনস্ট্যাস বলেন, “আমার মনে হয়, আমরা দুজনই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিলাম। আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি। আমার গ্লাভস ঠিক করছিলাম। তখনই কাঁধে আঘাত অনুভব করি। ক্রিকেটে এমনটা হয়ে থাকে।

অবশ্য সেই চ্যানেলের ধারাভাষ্যে থাকা অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং তখনই এই ঘটনার জন্য কোহলিকে দায়ী করেন।

একবার দেখুন বিরাট কোথায় হাঁটছে। বিরাট তার ডানে পিচের দিকে হেঁটেছে এবং সংঘর্ষটা উসকে দিয়েছে। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।

মন্তব্য করুন: