ভারতের বিপক্ষে স্মিথের সেঞ্চুরির রেকর্ড
২৭ ডিসেম্বর ২০২৪
ব্যাট হাতে চলতি বছর সময়টা মোটেও ভালো যাচ্ছিল না স্টিভেন স্মিথের। ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচেও ছিলেন ব্যর্থ। তবে পরের দুই ম্যাচে কাটিয়ে উঠলেন বাজে সময়কে। ব্রিসবেন টেস্টের পর এবার মেলবোর্নে শতক হাঁকিয়ে গড়লেন রেকর্ড। সাদা পোশাকের ক্রিকেটে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির একক মালিক এখন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকা।
শুক্রবার মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি স্পর্শ করেন স্মিথ। এরই সঙ্গে জো রুটকে পেছনে ফেলে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। রেকর্ড ১১ শতক করতে খেলেছেন ৪৩ ইনিংস।
ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রায় দেড় বছর পর সাদা পোশাকের ক্রিকেটে তিন অঙ্কের দেখা পান স্মিথ। এই সেঞ্চুরি দিয়ে ভারতের বিপক্ষে টেস্টে রুটের ১০ শতকের রেকর্ড স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার।
মেলবোর্নে রেকর্ড নিজের করে নেওয়ার দিন স্মিথ আউট হন অদ্ভুদভাবে। বলা চলে নিজের আউট হওয়া নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তিনি। আকাশ দিপের ডেলিভারিকে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টা করেন ৩৫ বছর এই ব্যাটার। ব্যাটের কানায় লেগে বলটি প্রথমে তার পায়ে লাগে। এরপর তিন ড্রপে সেটি গিয়ে লাগে লেগ স্টাম্পে। তার এভাবে আউট হওয়াটা ধারাভাষ্যকাররা যেন বিশ্বাসই করতে পারছিলেন না।
৬৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্মিথের ইনিংস থামে শেষ পর্যন্ত ১৪০ রানে। ১৯৭ বলে দেশের মাটিতে ১৮তম শতকটি সাজান ১৩ চার ও ৩ ছক্কায়। তার এই সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৭৪ রানে।
মন্তব্য করুন: