শেষ বেলায় ৩ উইকেট হারিয়ে চাপে ভারত
২৭ ডিসেম্বর ২০২৪
স্টিভেন স্মিথের রেকর্ড গড়া শতকের ওপর ভর করে বড় সংগ্রহ গড়েই প্রথম ইনিংসে থেমেছিল অস্ট্রেলিয়া। এরপর বাজে শুরুকে কাটিয়ে যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলির ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল ভারত। কিন্তু শেষ বেলায় এসেই যেন ঘটল ছন্দপতন। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে থেকে দিনের খেলা শেষ করেছে তারা। রোহিত শর্মার দল এখনও পিছিয়ে আছে ৩১০ রানে।
শুক্রবার মেলবোর্ন টেস্টে ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। ক্রিজে আছেন রিশাভ পান্ত (৬*) ও রবীন্দ্র জাদেজা (৪*)। এর আগে স্মিথের ১৪০ রানের পর প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
এদিন আবারও ওপেনিংয়ে ফেরেন রোহিত। কিন্তু ফেরেনি তার ব্যাটে রান। প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সের করা ইনিংসের দ্বিতীয় ওভারে আলগা শটে ক্যাচ তুলে দিয়ে ভারতীয় অধিনায়ক সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩ রানে।
আগের তিন ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করা লোকেশ রাহুল তিনে নেমে শুরুটা ভালোই করেন। জয়সোয়ালকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার পথেও ছিলেন তিনি। কিন্তু চা বিরতির আগে কামিন্সের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন ২৪ রান করা এই ডানহাতি ব্যাটার।
৫১ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে এসে শুরুটা বেশ দেখেশুনেই করেন কোহলি। অপর প্রান্তে কিছুটা আগ্রাসী মেজাজে রান তুলতে থাকা জয়সোয়াল ফিফটি তুলে নেন ৮১ বলে। শুরুর বাধা সামলে সাবলীল ভঙ্গিতে রান তুলতে শুরু করেন কোহলিও। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার শতরানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে রেখেই দিনের খেলা শেষ করার পথে ছিলেন। কিন্তু এরপরই ঘটল ভুল বোঝাবুঝি।
স্কট বোল্যান্ডের করা ৪১তম ওভারের পঞ্চম বলে কাট শটে বাউন্ডারি আদায় করে সেঞ্চুরির দিকে এগুতে থাকেন জয়সোয়াল। কিন্তু পরের বলে বাঁহাতি এই ওপেনার দ্রুত সিঙ্গেল নিতে গেলে অপর প্রান্তে থাকা কোহলি সাড়া দেননি। ৮২ রান করা জয়সোয়াল রান আউটে কাটা পড়লে ভাঙে ১০২ রানের জুটি।
সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি কোহলিও (৩৬)। বোল্যান্ডের পরের ওভারে আবারও অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন এই ব্যাটিং তারকা। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশ দিপকেও তুলে নেন বোল্যান্ড। শেষ ৯ বল কোনো বিপদ ছাড়া পার করেন পান্ত ও জাদেজা।
এর আগে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্মিথ ও কামিন্স বেশ দ্রুত রান তুলতে থাকেন। ৬৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা স্মিথ ক্যারিয়ারের ৩৪তম শতক তুলে নেন ১৬৭ বলে। একই সঙ্গে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন ডানহাতি এই ব্যাটার।
স্মিথের শতকের পর ফিফটির পথে থাকা কামিন্সকে তুলে নেন জাদেজা। ৪৯ রান করা অস্ট্রেলিয়া অধিনায়ক ফিরলে সপ্তম উইকেটে ১১২ রানের জুটি ভাঙে। এরপর পরপর দুই ওভারে মিচেল স্টার্ক ও স্মিথ ফিরলে অস্ট্রেলিয়ার সংগ্রহ আর বেশি বড় হয়নি।
মন্তব্য করুন: