রেকর্ড গড়ে ২০০ উইকেটের মাইলফলকে বুমরাহ

২৯ ডিসেম্বর ২০২৪

রেকর্ড গড়ে ২০০ উইকেটের মাইলফলকে বুমরাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রীতিমত আগুন ঝরাচ্ছেন যশপ্রীত বুমরাহ। প্রতিপক্ষের একের পর এক উইকেট তুলে নিয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। এবার সবচেয়ে কম রান দিয়ে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই পেসার।

রোববার মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন ট্র্যাভিস হেডকে তুলে নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ২০০তম শিকার ধরেন বুমরাহ। ১৯ দশমিক ৫৬ গড় এবং হাজার ৯১২ রানের বিনিময়ে এই উইকেটগুলো নেন ৩১ বছর বয়সী এই পেসার। পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জোয়েল গার্নারকে। ক্যারিবিয়ান এই পেসার ২০ দশমিক ৩৪ গড় এবং হাজার ৬৭ রানের বিনিময়ে ২০০ উইকেট নিয়েছিলেন।

বলের হিসেবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে দুইশ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বুমরাহ। ২০০ উইকেট নিতে ডানহাতি এই পেসার বৈধ ডেলিভারি করেছেন হাজার ৪৮৪টি। পেছনে ফেলেন হাজার ৮৯৬ ডেলিভারিতে ২০০ উইকেট নেওয়া মোহাম্মদ শামিকে। সবচেয়ে কম ডেলিভারিতে দুইশ উইকেট নেওয়ার রেকর্ডটি ওয়াকার ইউনিসের। পাকিস্তানের কিংবদন্তি পেসার হাজার ৭২৫ বলে নিজের ২০০তম উইকেটটি নেন।

অন্যদিকে ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে কম ৪৪ টেস্টে দুইশ উইকেট নিয়েছেন বুমরাহ। পেছনে ফেলেছেন ৫০ টেস্টে এই মাইলফলক স্পর্শ করা কপিল দেবকে। সব মিলিয়ে ভারতীয়দের বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে দুইশ উইকেট নেওয়ার কীর্তিতে রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে দুই নম্বরে আছেন বুমরাহ। ৩৭ টেস্টে এই কীর্তিতে ভারতীয়দের মধ্যে সবার ওপরে আছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানানো রবীচন্দ্রন অশ্বিন।

মন্তব্য করুন: