লিটনকে রেখে পেরেরাকে অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

২৯ ডিসেম্বর ২০২৪

লিটনকে রেখে পেরেরাকে অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

কয়েকদিন আগেই লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু বিপিএলে এই উইকেটকিপার-ব্যাটারকে দলে নিলেও অধিনায়ক করেনি ঢাকা ক্যাপিটালস। রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেরেরাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে ঢাকা।

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নেতৃত্বে আছেন তামিম ইকবাল। অন্যদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

সোমবার বিপিএলের একদশ আসরের উদ্বোধনী দিন রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড:

সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম

বিদেশি সরাসরি চুক্তি: থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনাওয়াজ দাহানি, স্টিফেন এসকিনাজি।

ড্রাফট থেকে (দেশি): লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

ড্রাফট থেকে (বিদেশি): সাইম আইয়ুব, আমির হামজা।

মন্তব্য করুন: