বুমরাহ-সিরাজদের তোপ সামলে অস্ট্রেলিয়ার ৩৩৩ রানের লিড

২৯ ডিসেম্বর ২০২৪

বুমরাহ-সিরাজদের তোপ সামলে অস্ট্রেলিয়ার ৩৩৩ রানের লিড

নিতিশ কুমার রেড্ডির শতকে প্রথম ইনিংসে ১০৫ রানের বেশি লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পেস তোপে দিশেহারা হয়ে বেশ চাপে পড়েছিল স্বাগতিকরা। কিন্তু মার্নাস লাবুশেন ও টেইলএন্ডারদের দৃঢ়তায় চতুর্থ দিনের খেলা শেষে ৩৩৩ রানের লিড পেয়েছে প্যাট কামিন্সের দল।

রোববার মেলবোর্ন টেস্টে ৯ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। দশম উইকেটে এখন পর্যন্ত ১১০ বলে ৫৫ রানের জুটি গড়েছেন ন্যাথান লায়ন ও স্কট বোল্যান্ড। এর আগে দিনের শুরুতে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানো নিতিশ ১১৪ রানে থামলে ভারতের ইনিংস শেষ হয় ৩৬৯ রানে।

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসের বেশ সাবধানী শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানে স্যাম কনস্ট্যাসকে (৮) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন বুমরাহ। দলীয় ৪৩ রানে উসমান খাজার (২১) স্টাম্প ভেঙে দ্বিতীয় আঘাত হানেন সিরাজ। তৃতীয় উইকেটে ভারতীয় পেসারদের তোপ সামলে জুটি গড়ে দলের চাপ সামাল দিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান লাবুশেন ও স্টিভ স্মিথ।

বিরতি থেকে ফিরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে তাণ্ডব চালান বুমরাহ। তবে এর শুরুটা হয় সিরাজের হাত ধরে। প্রথম ইনিংসে শতক হাঁকানো স্মিথকে (১৩) তুলে নিয়ে ৩৭ রানের জুটি ভাঙেন এই ডানহাতি পেসার।

এরপরের গল্পটা শুধুই বুমরাহর। পরের ১১ রান যোগ করতে তিনি একে একে তুলে নেন ট্র্যাভিস হেড (১), মিচেল মার্শ (০) ও অ্যালেক্স ক্যারির (২) উইকেট। এর মধ্যে সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা হেডকে ফিরিয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান দিয়ে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ৩১ বছর বয়সী এই পেসার। ১৯ দশমিক ৫৬ গড় এবং ৩ হাজার ৯১২ রানের বিনিময়ে এই উইকেটগুলো নেন তিনি। পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার জোয়েল গার্নারকে।

৩৪তম ওভারে জোড়া আঘাত হানেন বুমরাহ২২ বলে ভেতর ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়া অস্ট্রেলিয়ার চাপ আরও বাড়ানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। কিন্তু আকাশ দিপের করা ওভারে তৃতীয় স্লিপে লাবুশেনের সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন যশস্বী জয়সোয়াল। সে সময় লাবুশেন ছিলেন ৪৬ রানে। জীবন পেয়ে তা ভালোভাবেই কাজে লাগান এই ব্যাটার। সপ্তম উইকেটে কামিন্সকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন তিনি। শেষ পর্যন্ত তার ৭০ রানের ইনিংসটি থামান সিরাজ।

এরপর মিচেল স্টার্ক রানআউট হলেও লায়নকে নিয়ে দলের লিড বাড়াতে থাকেন কামিন্স। তবে এই ইনিংসেও ফিফটি বঞ্চিত হন অজি অধিনায়ক। ৪১ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফেরান রবীন্দ্র জাদেজা। বাকিটা সময় প্রতিপক্ষ বোলারদের সামলে দিনের ইতি টানেন লায়ন (৪১) ও বোল্যান্ড (১০)।

এর আগে ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারতের ইনিংস শেষ হয় দিনের চতুর্থ ওভারে। লায়নকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকানোর চেষ্টায় লং অফে স্টার্কের হাতে ক্যাচ দেন নিতিশ। তরুণ এই ব্যাটার ১৮৯ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি সাজান ১১ চার ও এক ছক্কায়।

মন্তব্য করুন: