ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে দর্শক উপস্থিতির রেকর্ড
২৯ ডিসেম্বর ২০২৪
অস্ট্রেলিয়া-ভারতের মেলবোর্নে চলমান চতুর্থ টেস্টের চতুর্থ দিন পর্যন্ত স্টেডিয়ামে ২ লাখ ৯৯ হাজার ৩২৯ জন দর্শক উপস্থিত হয়েছেন। এতেই অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্টে (২৬ ডিসেম্বর শুরুর ম্যাচে) সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে গেছে।
অস্ট্রেলিয়ায় বক্সিং যে টেস্ট ম্যাচে এতদিন সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ২ লাখ ৭১ হাজার ৮৫৫ জন। ২০১৩ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের পাঁচ দিনে এই দর্শক সমাগম হয়েছিল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির চলমান চতুর্থ টেস্টের প্রথম দিন মাঠে উপস্থিত ছিলেন ৮৭ হাজার ২৪২ জন দর্শক। দ্বিতীয় দিন এই সংখ্যাটা ছিল ৮৫ হাজার ১৪৭ জন। তৃতীয় দিন মাঠে দর্শক উপস্থিতি ছিল ৮৩ হাজার ৭৩ জন। রোববার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৩৩৩ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করার দিনে মাঠে আসেন ৪৩ হাজার ৮৬৭ জন দর্শক।
অস্ট্রেলিয়া-ভারতের এই ম্যাচের সামনে সুযোগ আছে অস্ট্রেলিয়ায় এক টেস্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড তৈরি করারও। ১৯৩৬-৩৭ মৌসুমের অ্যাশেজে মেলবোর্ন টেস্টে ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শক উপস্থিত হয়েছিলেন। ফলে শেষ দিন মাঠে ৫১ হাজার ২০৬ দর্শক খেলা দেখতে আসলেই অস্ট্রেলিয়ায় এক টেস্টে সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড গড়বে এই ম্যাচ।
তবে টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক সমাগমের রেকর্ড গড়তে পারবে না অস্ট্রেলিয়া-ভারতের এই ম্যাচ। এই রেকর্ড কলকাতার ইডেন গার্ডেন্সের। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের টেস্ট দেখতে পাঁচ দিনে মাঠে মোট ৪ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। ওই ম্যাচে ৪৬ রানের জয় পায় পাকিস্তান।
মন্তব্য করুন: