মিরপুর স্টেডিয়ামে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের খেলা

২৯ ডিসেম্বর ২০২৪

মিরপুর স্টেডিয়ামে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। মাঠে বসে ঢাকা পর্বের ম্যাচগুলো দেখতে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে দর্শকদের।

টুর্নামেন্ট শুরুর আগের দিন রোববার এক বিবৃতিতে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে বিসিবি। অনলাইনে কেনার পাশাপাশি মধুমতি ব্যাংকের মাধ্যমে এবারের আসরের টিকিট কেনা যাবে।

স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকায় মোট ১১ ধরনের টিকিট কিনে পারবেন দর্শকরা। এর মধ্যে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। আর সর্বোচ্চ ২ হাজার টাকা খরচ হবে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য।

ইস্টার্ন গ্যালারি ও গ্র্যান্ড স্ট্যান্ডের অবস্থান পিচের দুই পাশে। অন্যদিকে বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে।

রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনা যাবে। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। অন্যদিকে ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে – মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন রোড উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

মন্তব্য করুন: