বিপিএল শুরুর আগেই সূচিতে পরিবর্তন
৩০ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর আগেই সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। এছাড়াও টিকিট বিক্রির স্থানেও পরিবর্তনের কথা জানানো হয়েছে।
রোববার রাতে এক বিবৃতিতে দ্বিতীয় দিনের ম্যাচের সূচি পরিবর্তনের কথা জানায় বিসিবি। মঙ্গলবারের ম্যাচ দুটি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে শুরু হবে। প্রথম দিনের খেলা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে শুরু হবে দুপুর ১২টায়। একইভাবে রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের সন্ধ্যা সাড়ে ৬টার ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
বিবৃতিতে জানানো হয়, বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এছাড়াও বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকায় সেদিনের ম্যাচ দুটির টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শের-ই-বাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।
মন্তব্য করুন: