পান্তের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সংযম আনার আহ্বান রোহিতের
৩০ ডিসেম্বর ২০২৪
টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে আলাদা পরিচিতি আছে রিশাভ পান্তের। তবে তার এই ধরনের ব্যাটিং নিয়ে আছে সমালোচনাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে বাঁহাতি এই ব্যাটারের আরেকটি বেপরোয়া শটের কারণে আউট হওয়ার পর ধস নামে ভারতীয় ইনিংসে। আর ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা পান্তকে তার ব্যাটিংয়ে আক্রমণাত্মক মনোভাবের সঙ্গে সংযম আনার কৌশল শেখার আহ্বান জানিয়েছেন।
সোমবার মেলবোর্ন টেস্টের শেষ দিন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আউট হন পান্ত। ৩ উইকেটে দলীয় ১২১ রানে ট্র্যাভিস হেডের বল অফ-স্টাম্পের বাইরে থেকে পুল করার চেষ্টা করতে গিয়ে লং অনে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে উইকেট হারান তিনি। এরপর ২০ ওভার ৩ বলে আর ৩৪ রান যোগ করতে গুটিয়ে যায় ভারত। ১৮৪ রানের জয়ে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে বহুবার টেস্টে ভারতের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে ভক্ত-সমর্থকদের কাছে প্রিয় হয়ে উঠেছেন পান্ত। তবে ২৭ বছর এই উইকেটকিপার-ব্যাটারের আক্রমণাত্মক মনোভাব মাঝেমধ্যে দলের বিপদও বাড়িয়েছে।
ম্যাচের প্রথম ইনিংসে দলের বিপদ বাড়িয়ে ২৮ রান করে আউট হন পান্ত। স্কট বোল্যান্ডের বলে স্কুপ শট খেলতে গিয়ে থার্ড ম্যানের হাতে ক্যাচ দেন তিনি। তার এই শট দেখে এবিসি রেডিওতে ধারাভাষ্যে থাকা কিংবদন্তি সুনীল গাভাস্কার ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্টুপিড, স্টুপিড, স্টুপিড।”
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পান্তের খেলার ধরন নিয়ে রোহিত বলেন, “ওকে নিজের মতো করে বুঝে নিতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং করতে হবে। অতীতে সে আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। তাই একজন অধিনায়ক হিসেবে আমি মিশ্র প্রতিক্রিয়া পাই।”
“ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি নেওয়া উচিত কিনা সেটা তাকেই ভাবতে হবে। প্রতিপক্ষকে ম্যাচে ফিরে আসার সুযোগ দেবেন কিনা, এই বিষয়গুলো তার নিজেরই ঠিক করতে হবে।”
যশস্বী জয়সোয়াল ছাড়া দলের মূল ব্যাটারদের ব্যর্থতা এবং যশপ্রীত বুমরাহর ওপর অতিরিক্ত নির্ভরতা এই ম্যাচে স্পষ্টভাবে ফুটে ওঠে। সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩০ উইকেট শিকার করা বুমরাহ এই ম্যাচে বোলিং করেছেন মোট ৫৩ ওভার ২ বল, যা তার ৪৪ টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ।
বুমরাহকে বেশি ব্যবহার করার ঝুঁকি নেওয়ার বিষয়টিও স্বীকার করেছেন রোহিত।
“প্রত্যেক টেস্ট ম্যাচেই আমরা বোলারদের কাজের চাপের দিকে খেয়াল রাখি। তবে কেউ যদি দারুণ ফর্মে থাকে, তাহলে তার ফর্মের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। বুমরাহের ক্ষেত্রেও আমরা সেটাই করছি। তবে এমন সময় আসে যখন তাকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। আমি তার সঙ্গে কথা বলি, সে কেমন অনুভব করছে, সেসব নিয়ে আলোচনা করি। এগুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত, এবং আমি তা করার চেষ্টা করছি।”
আগামী শুক্রবার সিডনিতে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দু’দল। বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে ভারতকে।
মন্তব্য করুন: