সিডনি টেস্টে স্টার্কের খেলা নিয়ে শঙ্কা

৩০ ডিসেম্বর ২০২৪

সিডনি টেস্টে স্টার্কের খেলা নিয়ে শঙ্কা

ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে বল হাতে সময়টা ভালো যায়নি মিচেল স্টার্কের। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করে অবদান রেখেছেন দলের রোমাঞ্চকর জয়ে। কিন্তু ফিটনেসজনিত কারণে সিডনিতে সিরিজের শেষ টেস্ট বাঁহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অবশ্য অধিনায়ক প্যাট কামিন্স আশা করছেন, ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন স্টার্ক।

সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিন যশস্বী জয়সোয়াল ও রিশাভ পান্তের প্রতিরোধ ভেঙে ১৮৪ রানের জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী শুক্রবার সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্টটি ড্র করতে পারলেই ১০ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে তারা।

তবে সেই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার নাম স্টার্কের চোট। মেলবোর্ন টেস্ট চলাকালে ৩৪ বছর বয়সী এই পেসারকে পাঁজর অথবা পিঠে চোটের সঙ্গে লড়াই করতে দেখা গেছে। তবুও শেষ দিনে দারুণ বোলিং করে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। এর আগে প্রথম ইনিংসে ২৫ ওভার বোলিং করে ৮৬ রান দিলেও কোনো উইকেট পাননি এই বাঁহাতি পেসার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিডনিতে স্টার্কের খেলার বিষয়ে কামিন্স বলেন, “আমি বেশ আত্মবিশ্বাসী যে, সে ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর আমরা তার অবস্থা পুনর্মূল্যায়ন করব। সে পাঁজরে ব্যথা অনুভব করছে। তবে সে একজন যোদ্ধা। তার গতি কমেনি এবং সে কখনোই বোলিং থেকে বিরত থাকার কথা ভাবেনি। ব্যথা ছাড়া সে পুরোপুরি ফিট এবং খেলায় অংশ নিতে প্রস্তুত।”

শেষ পর্যন্ত স্টার্ক ফিট না হয়ে উঠতে পারেন, তবে তার বদলে একাদশে জায়গা পেতে পারেন জাই রিচার্ডসন। ২৮ বছর বয়সী ডানহাতি এই পেসার অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে ২০২১-২২ অ্যাশেজ সিরিজে সবশেষ মাঠে নেমেছেন।

মন্তব্য করুন: