মাহমুদউল্লাহর ঝড়ে জয় দিয়ে বিপিএল শুরু করল বরিশাল

৩০ ডিসেম্বর ২০২৪

মাহমুদউল্লাহর ঝড়ে জয় দিয়ে বিপিএল শুরু করল বরিশাল

ইয়াসির আলীর ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলের প্রথম ম্যাচে বড় সংগ্রহই গড়েছিল দুর্বার রাজশাহী। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল ফরচুন বরিশাল। তবে সপ্তম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটের জয় দিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার বিপিএলের একাদশ আসরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইয়াসিরের ৪৭ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। জবাবে ৬১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বরিশাল ম্যাচে ফেরে মাহমুদউল্লাহর কল্যাণে। ষষ্ঠ উইকেটে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে ৫১ এবং সপ্তম উইকেটে ফাহিমের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। অপর প্রান্তে ২১ বলে ৭ ছক্কা ও এক চারে ফাহিম অপরাজিত থাকেন ৫৪ রানে।

রান তাড়ায় প্রথম বলেই কোনো রান না করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে ৭ রান করা তামিম ইকবালকে ফেরান তাসকিন আহমেদ। তিনে নেমে দ্রুতগতিতে রান তুলতে থাকেন তাওহিদ হৃদয়। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের বিদায়ের পর ২৩ বলে ৩২ রান করে ফেরেন হৃদয়।

এর আগে ব্যাট হাতে ২৫ রানের ভেতর দুই ওপেনারকে হারায় রাজশাহী। তবে তৃতীয় উইকেট অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসিরের ১৪০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। ৬৫ রান করা বিজয় ফিরলে শেষ দুই ওভারে দলের খাতায় ২৯ রান যোগ করেন ইয়াসির ও রায়ান বার্ল।

মন্তব্য করুন: