মাহিদুলের দ্রুততম ফিফটি, শামীমের ব্যাটে ঝড়
৩১ ডিসেম্বর ২০২৪
বিপিএলের দ্বিতীয় দিন ব্যাট হাতে রেকর্ড গড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড এখন খুলনা টাইগার্সের এই ব্যাটারের। তার রেকর্ড ফিফটির পর ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম হোসেন পাটোয়ারীও। তবে তার দল চিটাগং কিংসকে জেতাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে ১৫তম ওভারে ব্যাটিংয়ে নেমে মাহিদুল ৫ ছক্কা ও ১ চারে ১৮ বলে ফিফটি তুলে নেন। ভেঙে দেন বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রনি তালুকদারের করা দ্রুততম ফিফটির রেকর্ড। ২০২৩ সালের জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে পঞ্চাশের দেখা পেয়েছিলেন এই ওপেনার।
মাহিদুলের অপরাজিত ৫৯ এবং ওপেনার উইলিয়াম বসিস্টোর অপরাজিত ৭৫ রানের সুবাদে ৪ উইকেটে ২০৩ রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় চিটাগং। তবে শামীমের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত তারা ১৬৬ রানে অলআউট হয়। ২৩ বলে ফিফটি হাঁকানো শামীম থামেন ৭৮ রানে। তার ৩৮ বলের ইনিংসটি সাজান ৭ চার ও ৫ ছক্কায়।
কেবল বিপিএলেই নয়, স্বীকৃত টি-টুয়েন্টি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডে নাম তুলেছেন মাহিদুল। এতদিন এই রেকর্ডের একক মালিক ছিলেন লিটন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটির দেখা পান এই উইকেটকিপার-ব্যাটার।
বিপিএলে দ্রুততম ফিফটি হাঁকানোর তালিকায় মাহিদুল আছেন তিন নম্বরে। এই তালিকার শীর্ষে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২০২২ সালে ১৩ বলে ফিফটি হাঁকানো সুনিল নারাইন। তার পরের অবস্থানে আছেন ২০১২ সালে ১৬ বলে ফিফটি করা পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদ। এছাড়াও মাহিদুলের সমান ১৮ বলে ফিফটি আছে আরও দুইজনের।
মন্তব্য করুন: