স্কোরবোর্ডে ১ বলে ১৫ রান
৩১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে চিটাগং কিংসের প্রথম ওভারে এক সময় স্কোর ছিল ১ বলে ১৫ রান। ওই ওভারটি শেষ করতে বোলার ওশেন টমাসকে ছুড়তে হয়েছিল ১২টি বল।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা চিটাগং ইনিংসের প্রথম ওভারটি করতে আসেন টমাস। প্রথম বলেই নাঈম ইসলামকে আউট করে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন ক্যারিবিয়ান এই পেসার। তবে থার্ড আম্পায়ারের কাছ থেকে আসে নো বলের সিদ্ধান্ত।
প্রথম বলটি নো হওয়ার পর ফ্রি হিটে রান নিতে পারেননি নাঈম। পরের বলটিতে ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। কিন্তু সেটিও ছিল নো বল। এরপর টানা দুটি ওয়াইড করেন টমাস। পরের ডেলিভারিতে আবারও নো বল করেন তিনি। সেটিতে চার মারেন নাঈম। স্কোরবোর্ডে তখন ১ বলে রান ১৫।
পরে টানা দুটি ডেলিভারি ঠিকঠাক করেন টমাস। সেই দুই বলে কোনো রান নিতে পারেননি নাঈম। তবে পরের ডেলিভারিতে আবারও নো বল করেন টমাস। ফ্রি হিট থেকে দুই রান নেন নাঈম। পরের ডেলিভারিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ বলে আর রান হয়নি।
ওই ওভারে তিনটি করে ওয়াইড ও নো বল এবং ছয়টি বৈধ ডেলিভারিতে ওভার শেষ হয় ১২ বলে। মোট রান আসে ১৮।
মন্তব্য করুন: