মার্শের সুপারিশে খুলনায় অস্ট্রেলিয়া যুব দলের সাবেক অধিনায়ক

৩১ ডিসেম্বর ২০২৪

মার্শের সুপারিশে খুলনায় অস্ট্রেলিয়া যুব দলের সাবেক অধিনায়ক

চিটাগং কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের ২০৩ রানের সংগ্রহে বড় অবদান রেখেছেন উইলিয়াম বোসিস্টো। ক্রিকেট বিশ্বে এই নাম খুব পরিচিত না হলেও একটা সময় বেশ আলোচনায় ছিলেন তিনি। তার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিল অস্ট্রেলিয়া। পরে হঠাৎ করেই যেন হারিয়ে যান ডানহাতি এই ব্যাটার। এবার জানা গেল, বিপিএলে তাকে খেলানোর জন্য ইমরুল কায়েসের কাছে সুপারিশ করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল অভিষেকে ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন বোসিস্টো। স্বীকৃত টি-টুয়েন্টিতে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের এটি প্রথম ফিফটি।

এই ম্যাচের আগে ২০১৯ সালের জানুয়ারিতে বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে স্বীকৃত টি-টুয়েন্টিতে সবশেষ মাঠে নামেন বোসিস্টো। লিস্ট ‘এ ক্রিকেটে সবশেষ খেলেছেন তারও দুই বছর আগে। আর প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ মাঠে নামেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। সেবার সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন তিনি।

সেবার ব্যর্থ মৌসুম শেষে বোসিস্টোসহ পাঁচ ক্রিকেটারের চুক্তি বাতিল করে সাউথ অস্ট্রেলিয়া। এরপর হঠাৎ করেই যেন ক্রিকেট বিশ্ব থেকে হারিয়ে যান বোসিস্টো। অথচ একটা সময় তাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন ভাবা হচ্ছিল। তার অধীনে ২০১২ যুব বিশ্বকাপের ফাইনালে খেলে অস্ট্রেলিয়া। ২৭৬ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। তার নেতৃত্বে সেই দলে খেলেছিলেন ট্র্যাভিস হেড থেকে শুরু করে জাতীয় দলের হয়ে খেলা ক্যামেরন ব্যানক্রফট, অ্যাশটন অ্যাগাররা।

বোসিস্টোর নেতৃত্বে ২০১২ সালের যুব বিশ্বকাপের ফাইনালে খেলে অস্ট্রেলিয়াঘরোয়া ক্রিকেটে নিজেকে একদমই মেলে ধরতে পারেননি বোসিস্টো। ২৮টি প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি ছিল দুটি। ব্যাটিং গড় ২২ দশমিক ৫৩। লিস্ট ‘এ ম্যাচ খেলেছেন ১৪টি এবং টি-টুয়েন্টি ১১টি।

চিটাগাংয়ের বিপক্ষে ৩৭ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে বোসিস্টোকে দলে নেওয়ার পেছনের গল্পটা শোনান খুলনা কোচ তালহা জুবায়ের। জানান, শুধু নিজেকে প্রমাণের মঞ্চ খুঁজছেন বোসিস্টো।

ইমরুল কায়েসকে মিচেল মার্শ সুপারিশ করেছিল বোসিস্টোর কথা। ইমরুল কায়েস যখন আমাকে ভিডিওটা পাঠায় ওর এবং আমি ইউটিউবে যখন ওর অনেক ভিডিও দেখেছি। আগের ভিডিও দেখেছি, সেটার সঙ্গে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নাই। ও অনেক দিন ক্রিকেটের বাইরে ছিল কিছু ব্যক্তিগত কারণে। ও যেভাবে ওর খেলা বদলে ফেলেছে এবং যেভাবে ওপরে উঠেছে ওর খেলাআমার দলের মালিক ইকবাল ভাইয়ের কাছে অনুরোধ করেছি, এই খেলোয়াড়কে যে কোনোভাবে আমার দরকার।

মন্তব্য করুন: