নাহিদের গতির ঝড়ে উড়ে গেল সিলেট

৩১ ডিসেম্বর ২০২৪

নাহিদের গতির ঝড়ে উড়ে গেল সিলেট

জাতীয় দলের হয়ে বল হাতে আগুন ঝরানোর পর বিপিএলেও এর ঝলক দেখালেন নাহিদ রানা। ডানহাতি এই ফাস্ট বোলারের বোলিং তোপে উড়ে গেছে সিলেট স্ট্রাইকার্স। ৩৪ রানে ম্যাচ জিতে টানা দ্বিতীয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে সিলেটের ইনিংস থামে ৯ উইকেটে ১২১ রানে। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদ।

প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও বল হাতে বেশ কৃপণ ছিলেন নাহিদ। ৩ ওভার বল করে রান দেন মাত্র ১১। তবে এদিন শুরু থেকেই সিলেটের ব্যাটারদের ওপর আগুন ঝরাতে থাকেন তিনি। নিজের প্রথম বলেই বোল্ড করেন জাকির হাসানকে (১৮)। ওভারের শেষ বলে তুলে নেন জাকির পল স্টার্লিংয়ের (৬) উইকেট।

এরপর ১৬তম ওভারে ফিরতি ক্যাচে জাকের আলীকে (২৪) সাজঘরের পথ দেখিয়ে সিলেটের জয়ের আশা শেষ করে দেন নাহিদ। সেই ওভারে আরও একটি উইকেটের পাওয়ার সম্ভাবনা জেগেছিল। কিন্তু তানজিম হাসান সাকিবের ক্যাচ নিতে ব্যর্থ হন রকিবুল হাসান। নিজের শেষ ওভারে সামিউল্লাহ শেনওয়ারিকে ফেরান নাহিদ।

মন্তব্য করুন: