জয়সোয়ালের আউটকে ‘নটআউট’ দাবি ভারতীয় ক্রিকেট কর্তার

৩১ ডিসেম্বর ২০২৪

জয়সোয়ালের আউটকে ‘নটআউট’ দাবি ভারতীয় ক্রিকেট কর্তার

ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়ের পাশাপাশি আলোচনায় আছে যশস্বী জয়সোয়ালের উইকেট। মাঠের আম্পায়ার প্রথমে ভারতীয় ওপেনারকে আউট না দিলেও পরে অস্ট্রেলিয়া রিভিও নিলে তাকে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট রাজিব শুক্লা। তার দাবি, নটআউট ছিলেন জয়সোয়াল।

গত সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে ভারতের ইনিংসের ৭১ ঘটনা এটি। ম্যাচ ড্রয়ের চেষ্টায় থাকা ভারতের দ্বিতীয় ইনিংসে শেষ স্বীকৃত ব্যাটিং জুটি হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ক্রিজে ছিলেন জয়সোয়াল।

প্যাট কামিন্সের ওভারের পঞ্চম ডেলিভারিতে করা বাউন্সারে হুক করার চেষ্টা করেন ৮৪ রানে ব্যাট করা জয়সোয়াল। বল যায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে। অস্ট্রেলিয়া আপিল করলেও মাঠের আম্পায়ার জোয়েল উইলসন আউট দেননি। কামিন্স সঙ্গে সঙ্গে রিভিউ নেন।

রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও গ্লাভসের কাছ দিয়ে যাওয়ার সময় বলের গতিপথ পরিবর্তন হয়। তবে স্নিকো মিটারে কোনো ধরনের স্পর্শ ধরা পড়েনি। এভাবে কয়েকবার রিপ্লে দেখার পর বলের গতিপথ পরিবর্তন হওয়া নিয়ে নিশ্চিত থাকায় থার্ড আম্পায়ার সৈকত জয়সোয়ালকে আউট ঘোষণা করেন।

আরও পড়ুন: জয়সোয়ালকে আউট দিয়ে আলোচনায় সৈকত

সে সময় ধারাভাষ্যে থাকা সাবেক আম্পায়ার থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা সৈকতের দেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল বলে সমর্থন দেন। কীভাবে জয়সোয়ালকে আউট দেওয়া হয়েছে সেটিও ব্যাখ্যা করেন টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা সাইমন টফেল।

কিন্তু সৈকতের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট শুক্লা। তখনই সামাজিক যোগাযোগ মধ্যম এক্সে লেখেন, “যশস্বী জয়সোয়াল স্পষ্টভাবেই নটআউট ছিল। থার্ড আম্পায়ারের উচিত ছিল প্রযুক্তি যা বলছিল তা অনুসরণ করা। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলানোর জন্য থার্ড আম্পায়ারের কাছে জোরাল কারণ থাকতে হতো।

জয়সোয়ালের বিদায়ের পর ভারতের পরাজয়ও দ্রুত ঘটে। পরের ১৫ রান যোগ করতেই শেষ ৩ উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায় তারা। ১৮৪ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন: