ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক বুমরাহ
১ জানুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। ডানহাতি এই পেসারের নেতৃত্বে ২০২৪ সালে নিউ জিল্যান্ডের মাটিতে তাদেরকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পথেও আছে অজিরা। এমন সাফল্যের পরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএল) বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পাননি কামিন্স। অধিনায়ক করা হয়েছে গত বছর মাত্র একটি টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরাহকে।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করে সিএ। অস্ট্রেলিয়া ও ভারতসহ মোট ছয়টি দেশের এগারো জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া দল থেকে আছেন কেবল উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ও পেসার জশ হ্যাজেলউড।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল দুটি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। দুবারই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে বুমরাহর নেতৃত্বে ২৯৫ রানের বড় জয় পায় ভারত। এছাড়াও বল হাতে গত বছর রীতিমত আগুন ঝরিয়েছেন তিনি। ১৪ দশমিক ৯২ গড়ে ডানহাতি এই পেসার শিকার করেন ৭১ উইকেট।
অন্যদিকে গত বছর কামিন্সের নেতৃত্বে খেলা ৯ টেস্টের ৬টিতে জয় পায় অস্ট্রেলিয়া। হেরেছে দুটিতে এবং ড্র একটি।
২০২৪ সালে টেস্টে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই একাদশ নির্বাচন করেছে সিএ। এই তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে সে বছর কেবল বুমরাহর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকায় তাকে নেতৃত্ব দেওয়ার হয়েছে বলে জানানো হয়।
তালিকায় সবচেয়ে বেশি তিনজন খেলোয়াড় আছেন ইংল্যান্ড থেকে। তারা হলেন বেন ডাকেট, টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক। এছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের দু’জন করে ক্রিকেটার আছেন এই তালিকায়। একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে। তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে সাজানো একাদশে একমাত্র স্পিনার দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ:
যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, বেন ডাকেট, জো রুট, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জশ হ্যাজেলউড, কেশভ মহারাজ।
মন্তব্য করুন: