সিডনি টেস্টে স্টার্কের খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ক্যারি
১ জানুয়ারি ২০২৫
মেলবোর্নে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের ম্যাচে পিঠের অস্বস্তিতে ভুগছিলেন মিচেল স্টার্ক। শঙ্কা দেখা দেয় সিডনিতে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে বাঁহাতি এই পেসারের খেলা নিয়েও। তবে অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি আশা করছেন, সেই ম্যাচে খেলবেন স্টার্ক।
গত সোমবার মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার ১৮৪ রানের রোমাঞ্চকর জয়ের পর স্টার্কের স্ক্যান করানো হয়। ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি।
আগামী শুক্রবার সিডনি টেস্টে স্টার্কের খেলার বিষয়ে বুধবার সাংবাদিকদের ক্যারি বলেন, “সে ভালো হয়ে যাবে। আমি স্টার্কির সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। আমার দেখা শক্ত খেলোয়াড়দের একজন সে। সে ব্যথা অনুভব করবে, তার পাঁজর ধরবে, কিন্তু সে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে।”
মেলবোর্নে কেবল একটি উইকেট পেলেও স্টার্কের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে ক্যারি বলেন, “আমার মতে, মেলবোর্নে শেষ দিনে তার প্রথম স্পেলটি এই সিরিজের তার সেরা বোলিং স্পেলগুলোর মধ্যে একটি ছিল।”
পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট ড্র করলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিতে পারবে তারা। আর ম্যাচ জিতলে সোজা চলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
সে লক্ষ্যেই দল মাঠে নামবে জানিয়ে অজি উইকেটকিপার বলেন, “শেষ ম্যাচে ২-১ অবস্থানে যাওয়া আমাদের জন্য দারুণ। তবে টেস্ট জয়ের জন্য এটি আরেকটি সুযোগ।… প্রথম দিন থেকেই ভালো শুরু করার জন্য দল প্রস্তুত।”
মন্তব্য করুন: