রেকর্ড বোলিংয়ে তাসকিনের ৭ উইকেট

২ জানুয়ারি ২০২৫

রেকর্ড বোলিংয়ে তাসকিনের ৭ উইকেট

দুর্বার রাজশাহীর হয়ে বল হাতে গতির ঝড় তুলে অনন্য এক রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে এক ম্যাচ ৭ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। শুধু তাই নয়, বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিনের বোলিং তোপে ৯ উইকেটে ১৭৪ রানে থামে ঢাকা ক্যাপিটালসের ইনিংস। জবাবে অধিনায়ক এনামুল হক বিজয় ও রায়ান বার্লের ঝড়ো শতরানের জুটিতে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় রাজশাহী।

ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ৭ উইকেট নেন তাসকিন। নিজের স্পেলের শেষ দুই ওভারেই ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার।

উইকেট শিকার উৎসবের শুরুটা করেন তাসকিন ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান লিটন দাসকে। পরের ওভারে তুলে নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেটও।

এরপর ১৭তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে এসে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথম বলেই সাজঘরে ফেরান ফিফটি হাঁকানো শাহাদাত হোসেন দিপু। পঞ্চম বলে তুলে নেন চতুরঙ্গ ডি সিলভাকে। ইনিংসের শেষ ওভারে আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম ও শুভম রানজানেকে ফিরিয়ে শিকার করেন বাকি ৩ উইকেট। তাসকিনের ৭টি উইকেটের মধ্যে ৬টিই এসেছে ক্যাচের মাধ্যমে। বোল্ড করেছেন মুকিদুলকে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টুয়েন্টিতে এতদিন সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। আর বিপিএলে এর আগে সেরা বোলিং ফিগারটি ছিল মোহাম্মদ আমিরের। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে ১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন পাকিস্তানের এই পেসার। এই দুটি রেকর্ডেরই মালিক এখন তাসকিন।

স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাসকিন। সেরা বোলিং ফিগারের দিক দিয়েও তিন নম্বরে আছেন বাংলাদেশের এই পেসার। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদরুস। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন কলিন অ্যাকারম্যান। ইংল্যান্ডে ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টুয়েন্টিতে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন নেদারল্যান্ডসের এই অফ স্পিনার।

মন্তব্য করুন: