সিডনি টেস্ট থেকে ‘সরে দাঁড়িয়েছেন’ রোহিত
২ জানুয়ারি ২০২৫
টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেও হয়নি কোনো সমাধান। স্বাভাবিকভাবেই ব্যাট হাতে ভারত অধিনায়কের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। এরই মাঝে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজের শেষ টেস্টে বিশ্রামে থাকবেন রোহিত।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সিডনিতে শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন রোহিত। বিষয়টি ইতোমধ্যে হেড কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারকেও জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
শেষ পর্যন্ত রোহিত না খেললে সিরিজে দ্বিতীয়বারের মতো টস করতে নামবেন যশপ্রীত বুমরাহ। ডানহাতি এই পেসারের নেতৃত্বে পার্থে সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানের জয় পেয়েছিল ভারত।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও আসেননি রোহিত। তার জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হন গম্ভীর। সেখানে সিরিজের শেষ টেস্টের একাদশে রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন করা হলে ভারত কোচ বলেন, “রোহিতের সবকিছু ঠিক আছে। আমরা উইকেট দেখব এবং আগামীকাল (শুক্রবার) একাদশ ঘোষণা করব।”
গত মার্চে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন রোহিত। এরপর থেকেই একদম মলিন তার ব্যাট। পরের ১৫ ইনিংসে পঞ্চাশের দেখা পেয়েছেন মাত্র একবার। বাকিগুলোর একটিতেও ত্রিশ পর্যন্তও যেতে পারেননি তিনি।
সবশেষ ৯ টেস্টে ভারতীয় অধিনায়কের ব্যাটিং গড় ১০ দশমিক ৯৩। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পারিবারিক কারণে ছিলেন প্রথম টেস্টে। পরের তিন টেস্ট খেলে পাঁচ ইনিংসে রান করেছেন মাত্র ৩১। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ব্যাট করেন ছয় নম্বরে। সবশেষ মেলবোর্ন টেস্টে আবারও ওপেনিংয়ে ফিরলেও দুই ইনিংস মিলিয়ে রান করেন ১১।
ব্যাটিং ছাড়াও রোহিতের অধিনায়কত্ব নিয়েও আছে বেশ সমালোচনা। অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় ভারত। অজিদের বিপক্ষে চলতি সিরিজে তার অধীনে খেলা তিন ম্যাচের দুটিতেই হার দলের। একই সঙ্গে ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকেও প্রায় ছিটকে গেছে গত দুই চক্রের ফাইনাল খেলা দলটি।
মন্তব্য করুন: