বরিশালকে গুঁড়িয়ে রংপুরের টানা তৃতীয় জয়
২ জানুয়ারি ২০২৫
ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে বিপিএলের একাদশ আসরে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ব্যাট হাতে এদিনও ব্যর্থ হয়েছেন সদ্যই জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার গতির ঝড় এবং খুশদিল শাহর ঘূর্ণিতে দিশেহারা হয়ে ১২৪ রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে সাইফ হাসানের অপরাজিত ৬২ রানের ওপর ভর করে পাঁচ ওভার হাতে রেখেই জয় পায় রংপুর।
এদিন বিপিএলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও তার সতীর্থ পেসার ইকবাল হোসেন ইমনের। তবে শুরুটা একদমই ভালো হয়নি আজিজুলের। ইমনের বলে ক্যাচ দিয়ে প্রথম বলেই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে একই ওভারে আরেকটি উইকেট তুলে নেন ইমন। ম্যাচ শেষে বরিশালের সবচেয়ে খরুচে বোলারও তিনি। ৩ ওভারের ডানহাতি এই পেসার রান দিয়েছেন ৪১।
গত সোমবার টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে গোল্ডেন ডাক মারা শান্ত এদিন সাজঘরে ফেরেন ১০ বলে ৯ রান করে। ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি তামিম ইকবাল। ১৮ বলে ২৮ রান করা বরিশাল অধিনায়কের স্টাম্প ভাঙেন নাহিদ।
১৫ রানের বেশি করতে পারেননি মুশফিকুর রহিম। আগের ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদ এদিন ১০ রানের বেশি করতে পারেনি। তাকেও বোল্ড করেন নাহিদ। ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তরুণ এই ফাস্ট বোলার। খুশদিলের শিকার ৩ উইকেট।
জবাবে ১ ওভার ৩ বলের মধ্যে ১৫ রানে ২ উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা রংপুরের হাল ধরেন অ্যালেক্স হেইলস ও সাইফ। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পেতে কোনো অসুবিধা হয়নি রংপুরের। হ্যালেইস অপরাজিত থাকেন ৪৯ রানে।
মন্তব্য করুন: