স্টার্ক-বোল্যান্ডের পেস তোপে প্রথম দিনে ১৮৫ রানে অলআউট ভারত
৩ জানুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়া মাঠে নামা ভারতের শুরুটা ভালো হয়নি একদমই। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের পেস তোপে সফরকারীরা গুটিয়ে গেছে ম্যাচের প্রথম দিনেই। এর মাঝে বিরাট কোহলিকে আউট না দেওয়া নিয়ে বিতর্ক কিংবা দিনের শেষ ওভারে যশপ্রীত বুমরাহর সঙ্গে স্যাম কনস্ট্যাসের বাদানুবাদ, সব মিলিয়ে প্রথম দিন শেষেই উত্তেজনার আভাস দিচ্ছে সিডনি টেস্ট।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৫ রানে অলআউট হয় ভারত। এরপর ব্যাটিংয়ে নেমে দিনের শেষ বলে উসমান খাজার উইকেট হারিয়ে ৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা পিছিয়ে আছে ১৭৬ রানে।
অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় এবং দিনের শেষ ওভারের পঞ্চম বলের আগে কনস্ট্যাসের সঙ্গে বাদানুবাদে জড়ান বুমরাহ। স্ট্রাইকে থাকা খাজা বোলিংয়ের জন্য রান-আপ নেওয়া বুমরাহকে কয়েকবার থামতে বলেন। সে সময় কনস্ট্যাস বুমরাহর উদ্দেশে কিছু একটা বললে তর্কে জড়ান এই দুই ক্রিকেটার। এরপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের মধ্যস্থতায় পরিস্থিতি সে সময় শান্ত হয়।
কিন্তু দিনের শেষ বলে খাজাকে তুলে নেওয়ার পর কনস্ট্যাসের দিকে তেড়ে গিয়ে তা উদযাপন করেন বুমরাহ। এরপর পুরো ভারত দল একইভাবে কনস্ট্যাসের সামনে গিয়ে উল্লাসে মেতে ওঠে।
এর আগে ইনিংসের প্রথম বলেই বুমরাহকে ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন কনস্ট্যাস। ৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।
বাজে পারফরম্যান্সের কারণে রোহিত নিজেই ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় এদিন আবারও ওপেনিংয়ে ফেরেন লোকেশ রাহুল। কিন্তু তার ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারের শেষ বলে ৪ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ১১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্টার্ক।
বল হাতে নিজের প্রথম ওভারে যশস্বী জয়সোয়ালকে (১০) তুলে নেন বোল্যান্ড। পরের বলেই স্লিপে ক্যাচ দেন কোহলি। বিতর্কের শুরু এখান থেকেই। দ্বিতীয় স্লিপে থাকা স্টিভ স্মিথ ক্যাচটি নিতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলা অবস্থায় বলটি উপরের দিকে ছুঁড়ে দেন। এরপর তা তালুবন্দী করেন মার্নাস লাবুশেন। ক্যাচ নিয়ে মাঠের আম্পায়ারের মধ্যে সন্দেহ থাকায় তা থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হলে তিনি কোহলিকে নট আউট ঘোষণা করেন।
তবে নিজের ইনিংস বড় করতে পারেননি কোহলি। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ১৭ রান করে বোল্যান্ডের অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আবারও স্লিপে ক্যাচ দেন এই তারকা ব্যাটার। এর আগে প্রথম সেশনের শেষ বলে আউট হন শুবমান গিল (২০)।
পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের হাল ধরেন রিশাভ পান্ত। ধীর-স্থির ব্যাটিংয়ে দলকে বিপর্যয়ের হাত থেকে টেনে তোলার পথেই রাখেন তিনি। কিন্তু সেটি আর ধরে রাখতে পারেননি। বোল্যান্ডকে উড়িয়ে মারতে গিয়ে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন ৯৮ বলে ৪০ রান করা পান্ত।
এরপর আর কোনো ব্যাটার দলের হাল ধরতে না পারলে ভারতের ইনিংস শেষ হয় ৭২ ওভার ২ বলে। বোল্যান্ডের শিকার ৪ উইকেট, স্টার্ক নিয়েছেন ৩টি।
মন্তব্য করুন: