উসমানের সেঞ্চুরিতে রাজশাহীকে গুঁড়িয়ে দিল চিটাগং

৩ জানুয়ারি ২০২৫

উসমানের সেঞ্চুরিতে রাজশাহীকে গুঁড়িয়ে দিল চিটাগং

বিপিএলের একাদশ আসরের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খান। পাকিস্তানের এই ব্যাটারের বিধ্বংসী শতকের পর বোলারদের নৈপুণ্যে বড় জয় পেয়েছে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীকে ১০৫ রানে হারিয়ে মৌসুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে উসমানের ১২৩ রানের সুবাদে ৫ উইকেটে ২১৯ রানের সংগ্রহ পায় চিটাগং। জবাবে তাদের স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি রাজশাহীর কেউই। ১৭ বল আগে এনামুল হক বিজয়ের দল গুটিয়ে যায় ১১৪ রানে।

এদিনও বল হাতে রাজশাহীকে ভালো শুরু এনে দেন তাসকিন। বৃহস্পতিবার বিপিএলে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেওয়া এই পেসার ইনিসের দ্বিতীয় বলেই তুলে নেন পারভেজ হোসেন ইমনের উইকেট। এরপর উসমান ও গ্র্যাহাম ক্লার্কের তাণ্ডবের সামনে দাঁড়াতে পারেনি কেউই।

দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার ৬৩ বলে চিটাগংয়ের খাতায় যোগ করেন ১২০ রান। ৪০ রান করা ক্লার্ককে ফিরিয়ে এই জুটি ভাঙেন সোহাগ গাজী। তবে সঙ্গী ফিরলেও ব্যাট হাতে আগ্রাসন চালিয়ে যান উসমান। ৪৮ বলে তুলে নেন সেঞ্চুরি। বিপিএলে ডানহাতি এই ব্যাটারের এটি দ্বিতীয় শতক। শেষ পর্যন্ত তার ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কার ইনিংসটি থামান তাসকিন।

ম্যাচে ডানহাতি এই পেসারের শিকার ২ উইকেট। আর এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তাসকিনের শিকার করেছেন ১২ উইকেট।

বড় লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই সাব্বির হোসেনের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। এরপর বিজয় ও মোহাম্মদ হারিসের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা চালায় রাজশাহী। কিন্তু দ্বিতীয় উইকেটে ৩২ রানের এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। হারিসের ৩২ রান ছাড়া ২০ রানও করতে পারেনি অন্য কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আকবর আলী।

৬ ওভার ১৮ রান তুলতে শেষ ৫ উইকেট হারায় রাজশাহী। চিটাগংয়ের হয়ে ৩টি করে উইকেট নেন দুই স্পিনার আরাফাত সানি ও আলিস আল ইসলাম। ২টি করে উইকেট নেন শরিফুল ও মোহাম্মদ ওয়াসিম।

মন্তব্য করুন: