টেস্টে রোহিতকে আর দেখছেন না শাস্ত্রী-গাভাস্কার

৩ জানুয়ারি ২০২৫

টেস্টে রোহিতকে আর দেখছেন না শাস্ত্রী-গাভাস্কার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নেমেছে ভারত। দল থেকে বাদ পড়ায় ডানহাতি এই ব্যাটারের সাদা পোশাকের ক্যারিয়ারের শেষ দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার রবি শাস্ত্রী।

ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা একদমই ভালো না যাচ্ছিল না রোহিতের। সবশেষ ১৫ ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন কেবল একটি। এর মধ্যে ১০ ইনিংসেই দুই অঙ্ক ছোঁয়ার আগে সাজঘরের পথ দেখেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় তৃতীয় টেস্টে ব্যাট করেন মিডল-অর্ডারে। সেখানেও রানের দেখা পাননি। সবশেষ খেলা মেলবোর্ন টেস্টে আবারও ওপেনিংয়ে নেমে দুই ইনিংস মিলিয়ে করেন ১১ রান।

২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়া ভারত পরবর্তী টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের মাটিতে, আগামী জুন-জুলাইয়ে। সে সময় রোহিতের বয়স হবে ৩৮ বছর। ফলে অনেকেই এই ফরম্যাটে ডানহাতি এই ব্যাটারের শেষ দেখছেন।

সিডনি টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে বিষয়ে ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার বলেন, “আমি মনে করি, যদি ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছাতে না পারে, তাহলে মেলবোর্ন টেস্টই রোহিত শর্মার শেষ টেস্ট হতে পারে। আমরা সম্ভবত তাকে শেষবার টেস্ট ক্রিকেটে দেখলাম।

ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় একই রকমের কথা বলেন ভারতের সাবেক কোচ শাস্ত্রীও।

যদি ঘরের মাঠে কোনো সিরিজ থাকত, হয়তো সে চালিয়ে যেত। কিন্তু আমি মনে করি, সে হয়তো এই টেস্টের পর বিদায় নেবে। বয়স বাড়ছে... আর এমন না যে ভারতে তরুণ খেলোয়াড়ে নেই। অনেক অনেক ভালো খেলোয়াড় আছে। সিদ্ধান্ত কঠিন, কিন্তু সবকিছুরই সময় আসে।

ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যে কিংবদন্তিদের কাতারে পৌঁছে যাওয়া রোহিত টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। ওয়ানডেতে ৪৯ দশমিক ১৬ গড়ে প্রায় ১১ হাজার করা ডানহাতি এই ব্যাটারের নামের পাশে আছে তিনটি ডাবল সেঞ্চুরি। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের ইনিংস ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের রেকর্ড। অন্যদিকে লাল বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে ৬৭ ম্যাচে তার গড় ৪০ দশমিক ৫৭। ১২টি শতকের মধ্যে মাত্র দুটি এসেছে বিদেশের মাটিতে।

মন্তব্য করুন: