চোট পেয়ে ম্যাচের মাঝেই হাসপাতালে আইয়ুব
৩ জানুয়ারি ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই পাকিস্তানের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে সাইম আইয়ুবের চোট। দিনের শুরুতে ফিল্ডিংয়ের সময় গোঁড়ালির গাঁটে চোট পাওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়েছিল। এরপর চিকিৎসার জন্য উদীয়মান এই তারকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে চোটের গভীরতা এখনও জানা যায়নি।
শুক্রবার কেপ টাউনে দিনের সপ্তম ওভারে এই ঘটনা ঘটে। রায়ান রিকেলটনের ব্যাটের কানায় লেগে বল স্লিপ অঞ্চলের মধ্য দিয়ে বাউন্ডারির দিকে যেতে থাকে। এ সময় বলের পেছনে আমের জামালসহ দৌড়াতে থাকেন আইয়ুব। জামাল বল তুলে থ্রো করার পর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সময় গোঁড়ালি মচকে যায় ২২ বছর বয়সী আইয়ুবের।
সঙ্গে সঙ্গেই ডান পায়ের নিচের অংশ ধরে ব্যথায় কাতরাতে দেখা যায় আইয়ুবকে। বাউন্ডারি লাইনের বাইরে দলের ফিজিও প্রাথমিক চিকিৎসা দিলেও ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। এরপর স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়।
২০২৩ সালের মার্চে পাকিস্তানের হয়ে টি-টুয়েন্টিতে অভিষেক হয় আইয়ুবের। তবে গত বছর টেস্ট ও ওয়ানডেতে অভিষেকের পর দ্রুতই দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠেন তিনি। গত মাসে বাঁহাতি এই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড করে পাকিস্তান। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে বল হাতে ২ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য করুন: