দ. আফ্রিকার হয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড মাফাকার
৩ জানুয়ারি ২০২৫
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে কম বয়সে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের রেকর্ড গড়েছেন কোয়েনা মাফাকা।
শুক্রবার কেপ টাউনে ১৮ বছর ২৭০ দিন বয়সে টেস্ট অভিষেক হয় মাফাকার। এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেকে গতির ঝড় তোলেন তিনি। দেশটির সঙ্গে সাদা বলের সিরিজে তিনি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতেও বোলিং করে অনেকেরই নজর কাড়েন।
এর আগে গত বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাফাকার। ত্রিনিদাদে সেই ম্যাচে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৮ বছর ১৩৭ দিন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের মধ্যে দিয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে অভিষেকের তালিকার তামিম ইকবালকে সরিয়ে আট নম্বরে উঠে এসেছেন মাফাকা। ১৮ বছর ২৯০ দিন বয়সে তিন ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তামিম।
সবচেয়ে কম বয়সে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড মুজিব উর রহমানের। ১৭ বছর ৭৮ দিন বয়সে আফগানিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে মাঠে নামেন এই অফস্পিনার।
মন্তব্য করুন: