সময় নষ্ট করতে চেয়েছিলেন কনস্ট্যাস, দাবি পান্তের

৩ জানুয়ারি ২০২৫

সময় নষ্ট করতে চেয়েছিলেন কনস্ট্যাস, দাবি পান্তের

সিডনি টেস্টের প্রথম দিন শেষে আলোচনায় যশপ্রীত বুমরাহর সঙ্গে স্যাম কনস্ট্যাসের বাদানুবাদ। দিনের শেষ ওভারে এই দুই ক্রিকেটারের এই ঘটনায় ম্যাচের দ্বিতীয় দিন আরেকটি লড়াইয়ে মঞ্চ প্রস্তুত করে দিয়েছে। তবে ভারতের উইকেটরক্ষক রিশাভ পান্ত দাবি করেছেন, সময় নষ্ট করার উদ্দেশে বুমরাহর সঙ্গে ইচ্ছে করে তর্কে জড়ান কনস্ট্যাস।

শুক্রবার সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের তৃতীয় এবং দিনের শেষ ওভারের ঘটনা এটি। ওভারের পঞ্চম বল করার আগে স্ট্রাইকে থাকা খাজা বোলিংয়ের জন্য রান-আপ নেওয়া বুমরাহকে কয়েকবার থামতে বলেন। সে সময় কনস্ট্যাস বুমরাহর উদ্দেশে কিছু একটা বললে বাদানুবাদে জড়ান এই দুই ক্রিকেটার। এরপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের মধ্যস্থতায় পরিস্থিতি সে সময় শান্ত হয়।

কিন্তু ঘটনার শেষ সেখানেই হয়নি। দিনের শেষ বলে খাজাকে তুলে নেওয়ার পর কনস্ট্যাসের দিকে তেড়ে গিয়ে তা উদযাপন করেন বুমরাহ। এরপর ভারত দলের অনেকেই কনস্ট্যাসের পাশে গিয়ে উল্লাসে মেতে ওঠে।

দিনের শেষ বলে খাজার উইকেটের পর উল্লাসরত ভারতীয় ক্রিকেটাররাদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসেন ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করা পান্ত। স্বাভাবিকভাবেই দিনের শেষ বেলার সেই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে নিজের মতামত তুলে ধরেন এই উইকেটকিপার-ব্যাটার।

আমার মনে হয়, তারা হালকা কথা চালাচালি করছিল। তারা (অস্ট্রেলিয়া) কিছু সময় নষ্ট করতে চাচ্ছিল। আমার মনে হয়, এই কারণে সে (কনস্ট্যাস) বুমরাহর সঙ্গে আলাপ করছিল। সে কিছু একটা বলেছিল। আমি সেটা শুনিনি। তবে আমার মতে, সে শুধু একটা জিনিসই করতে চাচ্ছিল আর সেটা হলো সময় নষ্ট করা, যেন আমরা আরেকটি ওভার করতে না পারি।

এর আগে ইনিংসের প্রথম বলেই বুমরাহকে ডাউন দ্য উইকেটে এসে মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে দলের রানের খাতা খোলেন কনস্ট্যাস। ৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ১৯ বছর বয়সী এই ব্যাটার। আর প্রথম দিনের খেলা শেষ ৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ রান। এর আগে ভারত অলআউট হয় ১৮৫ রানে।

নিজের অভিষেক টেস্টে প্রথম দিনের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে আসা বোউ ওয়েবস্টার জানান, তিনি কনস্ট্যাসের ব্যাটিং উপভোগ করছেন।

এটা একটা মজাদার শুরু ছিল। আমি হেডের পাশে বসে ড্রেসিংরুমে টিভিতে দেখছিলাম এবং প্রথম বলেই সে (কনস্ট্যাস) এগিয়ে এসে মিড উইকেটের ওপর দিয়ে মারল। এটা এখন আর বিস্মিত করে না। স্যামি একজন আত্মবিশ্বাসী তরুণ। গত কয়েকদিন ধরে সে এটাই করছে। এটা করার জন্য তার সব ধরনের দক্ষতা ও প্রতিভা আছে। তাই আশা করছি আগামীকাল তার জন্য খুব ভালো একটা দিন হবে।

মেলবোর্ন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই আলোচনায় আছেন কনস্ট্যাস। বুমরাহর করা ম্যাচের সপ্তম ওভারে স্কুপ ও রিভার্স স্কুপ শটে দুটি চার ও একটি ছক্কা হাঁকান ১৯ বছর বয়সী এই ব্যাটার। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে বুমরাহর বোলিংয়ে এক ইনিংসে দুটি ছক্কাও মারেন তিনি। সেই ইনিংসে ৬৫ বলে ৬০ রান করেন তরুণ এই ওপেনার।

মন্তব্য করুন: