রিকেলটন-বাভুমার জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে দ. আফ্রিকা
৩ জানুয়ারি ২০২৫
ভালো শুরুর পরও দ্রুত ৩ উইকেট হারিয়ে ভালোই চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমার ব্যাটে পাকিস্তানের পেস তোপ সামলে সেই ধাক্কা ভালোভাবেই কাটিয়ে ওঠে স্বাগতিকরা। এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।
ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকানো রিকেলটন ১৭৬ এবং ডেভিড বেডিংহ্যাম ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
শুক্রবার কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন এইডেন মারক্রাম ও রিকেলটন। তবে ১৭ রান করা মারক্রামকে ফিরিয়ে ৬১ রানের এই উদ্বোধনী জুটি ভেঙে পাকিস্তানকে স্বস্তি এনে দেন খুররাম শেহজাদ। পরের ১১ রানের মধ্যে আরও ২ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের চাপ আরও বাড়িয়ে দেয় বোলাররা। ভিয়ান মুল্ডার ৫ রানে ও ট্রিস্ট্যান স্টাবস ফেরেন রানের খাতা খোলার আগেই।
দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে চতুর্থ উইকেটে বাভুমাকে নিয়ে জুটি বাঁধেন রিকেলটন। কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে ১৩৬ বলে সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। সঙ্গীর দেখানো পথে ফিফটির পর শতক তুলে নেন বাভুমাও। সবশেষ ১০ ইনিংসে ষষ্ঠবারের মতো পঞ্চাশ রানের বেশি করেন প্রোটিয়া অধিনায়ক।
তবে ক্যারিয়ারের চতুর্থ শতকের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাভুমার ইনিংস। দিনের শেষ দিকে ১০৬ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তানকে স্বস্তি দেন সালমান আলী আগা। একই সঙ্গে ভাঙে চতুর্থ উইকেটে ২৩৫ রানের জুটিটি।
মন্তব্য করুন: