পান্তের ঝড়ের দিনে বল হাতে ভারতের ত্রাস বোল্যান্ড
৪ জানুয়ারি ২০২৫
ভারতীয় পেসারদের তোপে প্রথম ইনিংসে লিড নেওয়ার আগেই অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়ালের আগ্রাসী ব্যাটিংয়ে ভালো শুরু পায় ভারত। কিন্তু স্কট বোল্যান্ডের তোপে ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ভালোই চাপে পড়েছিল তারা। সেখান থেকে পাল্টা আক্রমণে টেস্টে দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকালেন রিশাভ পান্ত। তবে শেষ বেলায় স্বাগতিক বোলাররা আবারও দাপট দেখালে ১৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।
শনিবার সিডনি টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। ক্রিজে আছেন ৮ রান করা রবীন্দ্র জাদেজা ও ৬ রান করা ওয়াশিংটন সুন্দর। এর আগে ভারতীয় পেসারদের তোপে ৪ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ১৮১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
বোলারদের রাজত্বের এদিন পতন হয়েছে মোট ১৫ উইকেটের। অন্য ব্যাটাররা যেখানে ক্রিজে থিতু হতেই হিমশিম খাচ্ছিল, সেখানে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৯ বলে ফিফটি তুলে নেন পান্ত। অস্ট্রেলিয়ার মাটিতে এটি সফরকারী কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত বাঁহাতি এই ব্যাটারের ইনিংস থামে ৬১ রানে। ৩৩ বলের এই ইনিংসটি সাজান ৬ চার ও ৪ ছক্কায়।
দিনের চতুর্থ ওভারে মারনাস লাবুশেনকে ফিরিয়ে ভারতকে ভালো শুরু এনে দেন এই ম্যাচের অধিনায়ক যশপ্রীত বুমরাহ। তবে দল চাপে থাকলেও ডানহাতি এই পেসারের ওপর আগ্রাসী মেজাজে ব্যাট চালান স্যাম কনস্ট্যাস। এদিনও রিভার্স স্কুপ শট থেকে ১৯ বছর বয়সী এই ব্যাটার আদায় করে নেন একটি বাউন্ডারি। ২৩ রান করা এই ব্যাটারকে থামান মোহাম্মদ সিরাজ। একই ওভারে ট্র্যাভিস হেডকে ফিরিয়ে স্বাগতিকদের চাপ আরও বাড়িয়ে দেন তিনি।
পঞ্চম উইকেটে বোউ ওয়েবস্টারকে নিয়ে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন স্মিথ। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই ৩৩ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ৫৭ রানের জুটি ভাঙেন প্রসিধ কৃষ্ণা।
বিরতির পর এক ওভার বোলিং করে চোট নিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো পরের ২০ ওভারের মধ্যেই গুটিয়ে যায় তারা। এর মাঝে অভিষেক ইনিংসে ফিফটি তুলে নেন ওয়েবস্টার। তিনি ফেরেন ৫৭ রান করে। ১৯ রানে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
বোল্যান্ডের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে আবারও বিরাট কোহলি যখন স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন, তখন চাপে থাকা ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৯ রান। তবে ক্রিজে এসেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে চাপমুক্ত করার আভাস দেন পান্ত। এরপর অজিদের ওপর তাণ্ডব চালিয়ে দলের রানের চাকা একাই সচল রাখেন তিনি। মিচেল স্টার্ককে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন ফিফটি। প্যাট কামিন্সের করা পরের ওভারে অফস্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিলে শেষ হয় পান্তের ইনিংস।
এর আগে স্টার্কের করা প্রথম ওভারে ৪টি চারে ১৬ রান তুলে আগ্রাসী শুরুর ইঙ্গিত দেন জয়সোয়াল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বোল্যান্ড। লোকেশ রাহুলকে বোল্ড করে ৪২ রানের জুটি ভাঙেন এই পেসার। নিজের পরের ওভারে তিনি স্টাম্প ভাঙেন জয়সোয়ালেরও। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলে তুলে নেন কোহলিকে। চলতি সিরিজে তার খেলা ৬ ইনিংসের মধ্যে ভারতের এই তারকা ব্যাটারকে ৫বারই সাজঘরের পথ দেখান বোল্যান্ড।
পান্ত ঝড়ের পর নিতিশ কুমার রেড্ডিকেও তুলে নেন ৩৫ বছর বয়সী এই পেসার। শেষ দিকে আরেকটি উইকেট পেতে পারত অস্ট্রেলিয়া। কিন্তু স্লিপে জাদেজার ক্যাচ ছাড়েন স্টিভ স্মিথ।
মন্তব্য করুন: