অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরাহর বোলিং করা নিয়ে শঙ্কা

৪ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরাহর বোলিং করা নিয়ে শঙ্কা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিডনি টেস্টের দ্বিতীয় দিন ভারতের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে যশপ্রীত বুমরাহর চোট। মধ্যাহ্ন ভোজের বিরতির পর এক ওভার বোলিং করেই মাঠ ছেড়েছিলেন এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া এই পেসার। স্ক্যান করাতে গিয়েছিলেন হাসপাতালেও। দিনের খেলা শেষে সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণা জানিয়েছেন, পিঠের চোটে ভুগছেন বুমরাহ।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সিরিজের পঞ্চম শেষ টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে মার্নাস লাবুশেনের উইকেট তুলে নেন বুমরাহ। তবে প্রথম সেশনে দুই স্পেল মিলিয়ে মাত্র ছয় ওভার বোলিং করেন তিনি। মধ্যাহ্ন ভোজের বিরতির পর তার করা ওভারে বলের গতিও ছিল স্বাভাবিকের তুলনা বেশ কম। ওভার শেষে মাঠ ছাড়েন এই পেসার।

এরপর স্থানীয় সময় দুপুর ২টার পর তাকে স্টেডিয়াম ছেড়ে দলের ডাক্তারের সঙ্গে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে বের হতে দেখা যায়। তবে তার অনুপস্থিতিতেও খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ নিতিশ কুমার রেড্ডির বোলিং তোপে পরের ২০ ওভারের মধ্যে শেষ উইকেট হারিয়ে ১৮১ রানে অলআউট হয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভারত লিড পায় রানের। আর দ্বিতীয় দিনের খেলা শেষে তারা এগিয়ে আছে ১৪৫ রানে।

স্টিভেন স্মিথ (৩৩), অ্যালেক্স ক্যারি (২১) বোউ ওয়েবস্টারের (৫৭) তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতকে লিড এনে দিতে বড় ভূমিকা রাখেন কৃষ্ণা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডানহাতি এই পেসারের কাছে চতুর্থ ইনিংসে বুমরাহর বোলিং করতে পারবেন কি না জানতে চাওয়া হলে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

তার পিঠে ব্যথা রয়েছে। সে স্ক্যানের জন্য গিয়েছিল। মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে। মেডিকেল টিম আমাদের জানালে তখন আমরা জানতে পারবো।

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে ভারতকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন বুমরাহ। এখন পর্যন্ত সিরিজে ১৩ দশমিক ০৬ গড়ে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। ইনিংসে বোলিং করেছেন ১৫২ ওভার বল। এর মধ্যে মেলবোর্ন টেস্টেই দুই ইনিংস মিলিয়ে করেছেন ৫২ ওভার, যা তার পুরো টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচে সর্বোচ্চ। সেই ম্যাচ শেষে বুমরাহর ওয়ার্কলোড নিয়ে নিজের শঙ্কার কথাও প্রকাশ করেছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

শেষ পর্যন্ত বুমরাহ আর বোলিং করতে না পারলে সেটি অস্ট্রেলিয়ার জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে বলে মনে করেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

সে (বুমরাহ) যদি না থাকে তাহলে ভারতকে নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে। সে এই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। তাই আপনি বলতে পারেন এটা (বুমরাহর না থাকা) আমাদের জন্য কিছুটা হলেও সুবিধা এনে দেবে। সে যেকোনো ধরনের পিচে, যেকোনো জায়গায় বল করতে পারে। সে যেকোনো সময়েই হুমকির নাম। এই সিরিজের আগেই আমরা সেটা জানতাম।

মন্তব্য করুন: