এখনই অবসর নিচ্ছেন না রোহিত
৪ জানুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। ভারতের নিয়মিত অধিনায়কের এমন সিদ্ধান্তের পর অনেকেই টেস্ট ক্রিকেটে তার শেষটা দেখে ফেলেছিলেন। তবে ডানহাতি এই ব্যাটার অবসরে যাওয়ার সম্ভাবনার বিষয়টি নাকচ করে জানিয়েছেন, সমালোচকরা তার অবসরের সময় নির্ধারণ করতে পারেন না।
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন ম্যাচের পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেন রোহিত। ব্যাটে হাতে রান না পাওয়ায় সিডনিতে চলমান পঞ্চম ও শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তার পরিবর্তে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ।
গত কয়েক মাস ধরেই সাদা পোশাকের ক্রিকেটে ছন্দহীনতায় ভুগছেন রোহিত। সবশেষ ১৫ ইনিংসে পঞ্চাশের দেখা পেয়েছেন কেবল একটি। এর মধ্যে ১০টি ইনিংসে সাজঘরের পথ দেখেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।
তবে বাজে সময় গেলেও নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। সিডনি টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতিতে সিরিজের ভারতীয় সম্প্রচারক স্টার স্পোর্টসকে রোহিত বলেন, “এই সিদ্ধান্ত অবসরের নয়, আমি খেলা ছাড়ার কথাও ভাবছি না।”
“আমি এই ম্যাচে খেলছি না কারণ আমি রান করতে পারছি না। তবে এমন কোনো গ্যারান্টি নেই যে, দুই বা পাঁচ মাস পরে রান আসবে না। আমি ক্রিকেটে অনেক কিছু দেখেছি। প্রতিটি মুহূর্ত, প্রতিদিন জীবন বদলায়।”
সিডনি টেস্টে রোহিত না খেলায় প্রথম দিনের ধারাভাষ্যে ভারতের সাবেক দুই ক্রিকেটার সুনিল গাভাস্কার ও রবী শাস্ত্রী টেস্ট ক্রিকেটে রোহিতের আর না খেলার সম্ভাবনার কথা বলেন। তবে তাদের কথায় কান না দিয়ে দ্রুতই পরিস্থিতি বদলানোর ব্যাপারে আশাবাদী রোহিত।
“কেউ মাইক, কলম বা ল্যাপটপ হাতে নিয়ে কি বলল তাতে জীবন বদলাবে না। আমি অনেক বছর ধরে এই খেলাটা খেলছি। তারা এটা নির্ধারণ করতে পারে না আমদের কখন অবসর নেওয়া উচিত, কখন সরে দাঁড়ানো উচিত। আমি একজন দায়িত্বশীল মানুষ, একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং দুই সন্তানের বাবা। তাই আমার জীবনে কী প্রয়োজন তা আমি জানি।”
সিডনি টেস্টের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ড্র হওয়ার সম্ভাবনা একদমই নেই। অন্যদিকে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই টেস্ট জয়ের কোনো বিকল্প নেই ভারতের। সব মিলিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগারকারের সঙ্গে আলোচনা করেই তিনি ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
“কোচ এবং নির্বাচকের সঙ্গে আমার আলোচনা খুবই সহজ ছিল। আমার ব্যাট থেকে রান আসছে না, আমি ফর্মে নেই। এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ফর্মে থাকা খেলোয়াড় দরকার।… তারা আমার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তারা বলেছে, ‘তুমি অনেক বছর ধরে খেলছো। তুমি ভালো সিদ্ধান্ত নিতে পারবে যে কী করবে।’”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলে ভারতের পরবর্তী টেস্ট সিরিজ আগামী জুনে, ইংল্যান্ডের বিপক্ষে। তখন রোহিত শর্মার বয়স হবে ৩৮ বছর।
মন্তব্য করুন: