জাতীয় দলে আর ‘খেলবেন না’ তামিম

৪ জানুয়ারি ২০২৫

জাতীয় দলে আর ‘খেলবেন না’ তামিম

অনেক দিন ধরেই দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের মাঝে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্নবাংলাদেশের জার্সিতে তামিম ইকবাল কবে খেলবেন? তবে বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক যে উত্তর দিয়েছেন তা আশাব্যঞ্জক নয়। শাহিদ আফ্রিদিকে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন, জাতীয় দলের পাট চুকিয়ে ফেলেছেন তিনি।

বিপিএলের একাদশ আসরে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন আফ্রিদি। শুক্রবার পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার নিজের ইউটিউব চ্যানেলে তামিম, মোহাম্মদ নবী শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আড্ডার একটি ভিডিও আপলোড করেন। সেখানেই এক সময় জাতীয় দলের হয়ে আর না খেলার বিষয়টি জানান তামিম।

এবারের বিপিএল তামিমের ফরচুন বরিশালের হয়ে খেলছেন নবী শাহিন। নবীর হোটেল রুমে আড্ডার ভিডিওটির আলোচনার অনেকটা অংশজুড়েই ছিল ক্রিকেটকে ঘিরে। এক পর্যায়ে আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডারের কাছে আফ্রিদি জানতে চান, তিনি আর কতদিন জাতীয় দলের হয়ে খেলবেন। তখন নবী জানান, চ্যাম্পিয়নস ট্রফির পর তিনি ওয়ানডে ছাড়বেন।

এরপরই আফ্রিদি তামিমের কাছে প্রশ্ন করেন, “আপনি পুরোপুরি রিটায়ারমেন্টে?” জবাবে হাত নাড়তে নাড়তে তামিম বলেন, “জাতীয় দল থেকে।

২০২৩ সালে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরদিন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এরপর অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন এই ওপেনার। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর থেকে আর দেশের হয়ে মাঠে নামেননি তিনি।

অবসরের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না জানানো ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বিভিন্ন সময় জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করে জাতীয় দলে ফেরার বিষয়ে ভাববেন তিনি। কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি।

মন্তব্য করুন: