রিকেলটনের দ্বিশতকে পাকিস্তানের বিপক্ষে রানপাহাড়ে দক্ষিণ আফ্রিকা
৪ জানুয়ারি ২০২৫
আগ্রাসী ব্যাটিংয়ে আগের দিনই চাপে পড়া দলকে টেনে তুলে ভালো অবস্থানে এনেছিলেন রায়ান রিকেলটন। দ্বিতীয় দিন পাকিস্তান বোলারদের ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিলেন আরও। ৯ বছর পর দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে টেস্টে তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে প্রোটিয়ারা থেমেছে ৬১৫ রানে।
রান পাহাড়ে চাপা পড়ে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ৩১ রানে বাবর আজম ও ৯ রান নিয়ে মোহাম্মদ রিজওয়ান ক্রিজে আছেন।
শনিবার কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিন ২৬৬ বলে দ্বিশতক পূর্ণ করেন রিকেলটন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দুইশ রানের ইনিংস খেলেছিলেন হাশিম আমলা।
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পরও থামেনি রিকেলটনের ব্যাট। পাকিস্তান বোলারদের হতাশায় ডুবিয়ে রান তুলে যাচ্ছিলেন সমান তালে। একটা সময় মনে হচ্ছিল ত্রিশতকও করে ফেলবেন তিনি। কিন্তু চা বিরতির আগে তার এই দুর্দান্ত ইনিংসটি থামান মীর হামজা। উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দেন রিকেলটন। শেষ হয় ৩৪৩ বলে ২৯ চার ও ৩ ছক্কায় সাজানো ২৫৯ রানের ইনিংসটি।
৪ উইকেটে ৩১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা শুরুতেই হারায় ডেভিড বেডিংহ্যামের উইকেট। এরপর ষষ্ঠ উইকেটে কাইল ভেরেইনাকে নিয়ে আরেকটি শতরানের জুটি গড়ে দলকে রান পাহাড়ে তুলতে থাকেন রিকেলটন। ৯ চার ও ৫ ছক্কায় ইনিংসে প্রোটিয়াদের হয়ে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ভেরেইনা। ১০০ রানেই সাজঘরের পথ দেখেন এই উইকেটকিপার ব্যাটার। তাকে ফিরিয়ে ১৪৮ রানের এই জুটি ভাঙেন পার্টটাইম স্পিনার আগা সালমান।
শেষ দিকে মার্কো ইয়েনসেনের ঝড়ো ৬২ এবং কেশভ মহারাজের ৪০ রানের ওপর ভর করে ছয়শ রান পার করে প্রোটিয়ারা। বল হাতে পাকিস্তানের চার বোলার দেন একশর বেশি রান।
চোটের কারণে প্রথম দিনই পুরো ম্যাচ থেকে সাইম আইয়ুব ছিটকে যাওয়ায় এদিন প্রথমবারের মতো টেস্টে ওপেনিংয়ে নামেন বাবর। তবে প্রথম ওভারেই শান মাসুদকে ফিরিয়ে ২ রানের এই জুটি ভাঙেন কাগিসো রাবাদা। কামরান গুলাম ও সৌদ শাকিলও টেকেননি বেশিক্ষণ। ২০ রানে ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলের হাল ধরে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন বাবর ও রিজওয়ান।
মন্তব্য করুন: