বোল্যান্ডের নৈপুণ্যে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে অস্ট্রেলিয়া

৫ জানুয়ারি ২০২৫

বোল্যান্ডের নৈপুণ্যে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে অস্ট্রেলিয়া

স্কট বোল্যান্ড প্যাট কামিন্সের পেস তোপে তৃতীয় দিনে দ্রুতই গুটিয়ে গিয়েছিল ভারত। চোটের কারণে যশপ্রীত বুমরাহ বোলিং করতে না পারায় সহজেই ছোট লক্ষ্য তাড়া করে প্যাট কামিন্সের দল। উইকেটের জয়ে ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি - ব্যবধানে নিজেদের করে নিয়েছে তারা। এই জয়ে ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী জুনে লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় দিন সকালে ভারতের ইনিংসের স্থায়িত্ব ছিল ১২ ওভার বল। বোল্যান্ডের উইকেট শিকারে তাদের ইনিংস শেষ হয় ১৫৭ রানে। ১৬২ রানের লক্ষ্য তাড়ায় মধ্যাহ্ন ভোজের বিরতির পর ট্র্যাভিস হেড বোউ ওয়েবস্টারের ব্যাটে জয় পায় স্বাগতিকরা।

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা বোল্যান্ড। আর পুরো সিরিজে বল হাতে অস্ট্রেলিয়া শাসন করে ইনিংসে ১৩ দশমিক ০৬ গড়ে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বুমরাহ।

২০১৪ সালে স্টিভেন স্মিথের অধীনে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ জেতে অস্ট্রেলিয়া। এর মাঝে ঘরের মাঠে দুটি এবং ভারতের মাঠে দুটি মিলিয়ে মোট চারটি সিরিজে হারে তারা।

ম্যাচে ১০ উইকেট নিয়ে জয়ের নায়ক বোল্যান্ড উইকেটে ১৪১ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারতের ইনিংসে প্রথম আঘাত হানেন কামিন্স। দিনের অষ্টম ওভারে অজি অধিনায়ক তুলে নেন রবীন্দ্র জাদেজাকে। এরপর ব্যাট হাতে দাঁড়াতে পারেনি আর কেউই। পরের ১০ রান যোগ করতে হারায় সফরকারীরা হারায় শেষ উইকেট। দলের রান বাড়াতে চোট নিয়ে ব্যাটিংয়ে নামা বুমরাহকে বোল্ড করে ইনিংসের ইতি টানেন বোল্যান্ড।

রান তাড়ায় নামার আগেই অস্ট্রেলিয়ার জন্য সুসংবাদ হয়ে আসে বুমরাহর বোলিং করতে না পারার বিষয়টি। সেই সুযোগে দলকে উড়ন্ত শুরু এনে দেন স্যাম কনস্ট্যাস। তবে সেই শুরু বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ১৯ বছর বয়সী এই ওপেনার। প্রসিদ্ধ কৃষ্ণাকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ২২ রানে। ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।

বেশিক্ষণ টেকেননি মার্নাস লাবুশেনও () তাকেও ফেরান কৃষ্ণা। প্রথম ইনিংসে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করতে না পারা স্মিথ এদিন অপেক্ষায় ছিলেন তা স্পর্শ করার। কিন্তু দ্বিতীয় ইনিংসে রানে সাজঘরে ফেরায় এই অপেক্ষা আরও বাড়ল এই তারকা ব্যাটারের। কৃষ্ণার তৃতীয় শিকার হয়ে তাকে থামতে হয় হাজার ৯৯৯ রানে।

১৯ রানের ভেতর উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ভালোভাবেই চেপে ধরে ভারত। কিন্তু চতুর্থ উইকেটে উসমান খাজা হেডের ৪৬ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় স্বাগতিকরা। ৪১ রান করে খাজা ফিরলেও হেড-ওয়েবস্টারের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় অজিরা।

মন্তব্য করুন: