ভারতকে হারিয়ে ‘সবকিছু’ জিতে উচ্ছ্বসিত কামিন্স

৫ জানুয়ারি ২০২৫

ভারতকে হারিয়ে ‘সবকিছু’ জিতে উচ্ছ্বসিত কামিন্স

টেস্ট সিরিজ শুরুর আগে জানিয়েছিলেন, ভারতকে হারিয়ে অপূর্ণতা পূরণ করার ইচ্ছের কথা। এবার পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে সেটিও পূর্ণ করে ফেলেছেন প্যাট কামিন্স। ১০ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে দলকে নিয়ে গর্বিত অস্ট্রেলিয়া অধিনায়ক।

রোববার সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারায় অজিরা। পার্থে সিরিজের প্রথম টেস্ট বাজেভাবে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় কামিন্সের দল।

এই জয়ে ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠে গেছে তারা। আগামী ১১ জুন লর্ডসে শিরোপা ধরে রাখার অভিযানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

রোমাঞ্চকর সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, “পুরো সিরিজ জুড়েই ম্যাচগুলো একেকবার একেক দিকে হেলেছে। তাই ৩-১ ব্যবধানে শেষ করতে পেরে এবং ট্রফিটি জিততে পেরে দুর্দান্ত লাগছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা নিশ্চিত করাও আমাদের জন্য বড় অর্জন। এটি এই চক্রে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল এবং আমরা তা অর্জন করেছি। তাই খুবই সন্তুষ্ট। 

খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ থেকে শুরু করে সব ধরণের ট্রফি জিতলেও এতদিন কামিন্সের কাছে অধরা ছিল বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০১৪-১৫ মৌসুমে সবশেষ অস্ট্রেলিয়া যখন এই ট্রফি জেতে, তখন দলে ছিলেন না ডানহাতি এই পেসার।

অ্যাশেজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বোর্ডার-গাভাস্কার ট্রফির সঙ্গে অস্ট্রেলিয়া দলএছাড়াও সাম্প্রতিক সময়ে টেস্টে যে সব দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে, তার সবগুলোর ট্রফিই আছে তাদের দখলে। একইসঙ্গে ২০২৩ সালে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জেতে তারা।

আধঘণ্টা আগেও আমি জানতাম না যে, আমরা সব শিরোপা জিতে নিয়েছি। তবে এটা সবসময়ই আমাদের লক্ষ্য থাকে। টেস্ট ক্রিকেটের সবচেয়ে চমৎকার দিক হলো এটা আপনাকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানায়। পৃথিবীর সবকিছু জিততে হলে শুধু ১১ জন খেলোয়াড় নয়, পুরো স্কোয়াড এবং অসাধারণ সাপোর্ট স্টাফ প্রয়োজন। কয়েক বছর ধরে একই স্কোয়াডের ধারাবাহিকতা বজায় রাখা বড় ব্যাপার।

বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতাতে শেষ টেস্টে বল হাতে বড় ভূমিকা রাখেন স্কট বোল্যান্ড। ১০ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। ডানহাতি এই পেসারের প্রসঙ্গে কামিন্স বলেন, “স্কটি অসাধারণ, তাকে আমি ভালোবাসি। একজন অধিনায়ক হিসেবে সে স্বপ্নের মতো, কারণ সে বল করতে ভালোবাসে। স্কটি কী দিতে পারবে, তা আপনি জানেন এবং প্রতিদিনই সে মানসম্পন্ন পারফরম্যান্স করে দেখায়। তার ১০ উইকেট পাওয়া সত্যিই আনন্দের।

পিতৃত্বকালীন ছুটির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা কম কামিন্সের। তবে শিরোপা ধরে রাখতে জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

এই শিরোপাটি আমাদের কাছে গর্বের বিষয়, তাই আমরা এটি ধরে রাখতে চাই।

মন্তব্য করুন: