পিএসএলের ড্রাফটে সাকিব-মুস্তাফিজসহ ৮ বাংলাদেশি
৫ জানুয়ারি ২০২৫
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে আগেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের থাকার বিষয়টি জানা গিয়েছিল। এবার আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া নতুন আসরের প্লেয়ার্স ড্রাফটে এই দুই ক্রিকেটার ছাড়াও বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে আরও ছয়জনের নাম।
আগামী শনিবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটির দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে জায়গা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
সাকিব ও মুস্তাফিজ ছাড়াও এই তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ. রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাওহিদ হৃদয়।
সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পিএসএল আয়োজন করে থাকে পিসিবি। কিন্তু এ বছর চ্যাম্পিয়নস ট্রফির কারণে তা পিছিয়ে নেওয়া হয়েছে এপ্রিল-মে মাসে। সে সময় চলবে আইপিএলের পরবর্তী আসর। ফলে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে দল না পাওয়া অনেক তারকা ক্রিকেটাররাও পিএসএলের ড্রাফটে নাম নিবন্ধন করেছেন।
এদের মধ্যে অস্ট্রেলিয়া থেকে আছেন ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন; নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল, জিমি নিশাম, ফিন অ্যালেন; ইংল্যান্ডের জেসন রয়, দাভিদ মালানের মতো তারকারা।
সব মিলিয়ে এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ১৯ দেশের মোট ৫১০ ক্রিকেটার।
পিএসএলের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ জন করে খেলোয়াড় রেখে দিয়েছে। ৭ জন করে খেলোয়াড় ধরে রেখেছে বাকি তিন করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি।
আগামী ৮ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে।
মন্তব্য করুন: