শেষ ইনিংসে বল করতে না পেরে হতাশ বুমরাহ

৫ জানুয়ারি ২০২৫

শেষ ইনিংসে বল করতে না পেরে হতাশ বুমরাহ

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে বড় আতঙ্কের নাম ছিল যশপ্রীত বুমরাহ। ডানহাতি এই পেসারের তোপে সিরিজজুড়ে বেশ ভুগতে হয়েছিল স্বাগতিক ব্যাটারদের। তবে তাদের জন্য স্বস্তি হয়ে আসে সিডনি টেস্টের শেষ ইনিংসে বুমরাহর বল করতে না পারাটা। আর সিরিজে শেষবারের মতো দলের হয়ে বল হাতে দাপট দেখাতে না পেরে হতাশ বুমরাহ।

রোববার সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। আগের দিন স্বাগতিকদের প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পিঠে ব্যথা অনুভব করায় এদিন আর বোলিংয়ে নামেননি বুমরাহ।

সিরিজে ৯ ইনিংসে বল হাতে ১৩ দশমিক ০৬ গড়ে ৩২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই পেসার। রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করা বুমরাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোলিং করতে না পারায় নিজের আক্ষেপের কথা জানিয়ে বলেন, “এটা কিছুটা হতাশার। তবে কখনও কখনও আপনারকে শরীরের কথা শুনতে হবে আপনার। দেহের সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবেন না।

শেষ পর্যন্ত এটা কিছুটা হতাশারই, কারণ আমি সম্ভবত পুরো সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর উইকেটে বল করতে পারলাম না। তবে কিছু জিনিস এমনই। কখনও কখনও আপনাকে তা মেনে নিতে হবে এবং সামনে এগুতে হবে।

ম্যাচের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর এক ওভার বল করেই মাঠ ছাড়েন বুমরাহ। তবে তার অবর্তমানেও তেমন সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। সিরিজে প্রথমবারের মতো মাঠে নামা প্রসিদ্ধ কৃষ্ণার ও অন্যান্য পেসারদের তোপে তারা গুটিয়ে যায় ভারতের থেকে ৪ রান পেছনে থাকতেই। এরপর শেষ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেও কৃষ্ণার বোলিং তোপে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি।

ছোট লক্ষ্য পাওয়া প্রতিপক্ষকে সামলানোর জন্য কী পরিকল্পনা ছিল জানতে চাওয়া হলে বুমরাহ বলেন, “আমাদের বিশ্বাস রাখার আলোচনা হয়েছিল। অন্যান্য বোলাররা প্রথম ইনিংসে এগিয়ে এসেছিল। একজন বোলার কম থাকায় বাকিদের বাড়তি দায়িত্ব নিতে হয়েছে। আজ সকালে বিশ্বাস নিয়ে কথা হয়েছে যে, আমাদের সামর্থ্য আছে এবং আমরা যদি যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারি, আমরা প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারব।

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারত।

মন্তব্য করুন: