চিকিৎসার জন্য আইয়ুবকে লন্ডনে পাঠাবে পিসিবি

৫ জানুয়ারি ২০২৫

চিকিৎসার জন্য আইয়ুবকে লন্ডনে পাঠাবে পিসিবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুতেই গোঁড়ালির গাঁটের চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন সাইম আইয়ুব। চোট গুরুতর হওয়ায় পুরো ম্যাচ থেকেই ছিটকে যান বাঁহাতি এই ওপেনার। এবার তার চিকিৎসার জন্য দেশে না এনে সরাসরি লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত শুক্রবার কেপ টাউনে ম্যাচের প্রথম দিন সপ্তম ওভারে ফিল্ডিংয়ের সময় ডান পায়ের গোঁড়ালি মঁচকে যায় আইয়ুবের। বাউন্ডারি লাইনের পাশে দীর্ঘ সময় প্রাথমিক চিকিৎসার পর ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে না পারায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। এরপর সেখান থেকে স্ক্যানের জন্য তাকে নেওয়া হয় হাসপাতালে। স্ক্যানের পর পিসিবি জানায়, ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন আইয়ুব।

সে সময় ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে দলের সঙ্গে কেপ টাউনে রেখে ম্যাচ শেষে দেশে ফেরত আনার কথা জানায় পিসিবি। কিন্তু সে সিদ্ধান্ত বদলে রোববার এক বিবৃতিতে বোর্ডের তরফ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য আইয়ুবকে অতি দ্রুত লন্ডনে নিয়ে যাওয়া হবে। সে যাত্রায় তার সঙ্গে থাকবেন দলের সহকারী কোচ আজহার মেহমুদ।

ইংল্যান্ডে বিশ্বের সেরা হাসপাতালে ক্রীড়া অর্থোপেডিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আইয়ুবের চিকিৎসা করা হবে বলে জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

অতীতে আহত ক্রিকেটারদের যথা সময়ে চিকিৎসার ব্যবস্থা না করানোয় বেশ সমালোচনার মুখে পড়তে হয় পিসিবিকে। ২০২২ সালে ম্যাচের মাঝেই চোটে পড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু তৎক্ষণাৎ বাঁহাতি এই পেসারের চিকিৎসার ব্যবস্থা না করে পুরোটা সময় দলের সঙ্গে রাখার পর লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন: