রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্ট সিরিজ আফগানিস্তানের
৬ জানুয়ারি ২০২৫
জয়ের জন্য শেষ দিন জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৭৩ রান আর আফগানিস্থানের ২ উইকেট। অধিনায়ক ক্রেইগ আরভিন তখনও ক্রিজে থাকায় নাটকীয় কিছুর আশায় ছিল স্বাগতিকরা। কিন্তু রশিদ খানের ঘূর্ণি জাদুতে দিনের খেলা শুরু হওয়ার পর ১৩ মিনিটেই গুটিয়ে গেল তারা। ৭২ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানরা।
সোমবার বুলাওয়েয়োতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন ২০৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। একই স্কোরে দিনের খেলা শুরুর পর ১৫তম বলে স্বাগতিক অধিনায়ক আরভিনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ইনিংসের ইতি টানেন রশিদ। এর আগে দ্বিতীয় ইনিংসে রহমত শাহ ও ইসমত আলমের জোড়া শতকে জিম্বাবুয়েকে ২৭৮ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান।
প্রথম ম্যাচ খেলতে না পারা রশিদ একাদশে ফিরেই হয়ে গেলেন জয়ের নায়ক। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে এই লেগ স্পিনারের শিকার ১০৪ রানে ১১ উইকেট। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেওয়ার কারিগরও ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ইনিংস সেরা বোলিংয়ে ৬৬ রানে ৭ উইকেট পেয়েছেন তিনি।
রান তাড়ায় জিম্বাবুয়ের টপ-অর্ডাররা ভালো শুরু পেলেও তা আর বড় করতে পারেননি। রশিদের ঘূর্ণির সামনে দিশেহারা হয়ে যাওয়া স্বাগতিকদের হয়ে একাই লড়াই করেন আরভিন। প্রথম ইনিংসে ৭৫ রানের পর এই ইনিংসে করেন ৫৩ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে আফগানরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় কেবল ১৫৭ রানে। জবাবে সিকান্দার রাজা ও আরভিনের জোড়া ফিফটিতে জিম্বাবুয়ের ইনিংস থামে ২৪৩ রানে। প্রথম ইনিংসে লিড পায় ৮৬ রানের।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থই ছিল সফরকারী ব্যাটাররা। ৬৯ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে তারা। তবে সিরিজে দ্বিতীয় সেঞ্চুরিতে রহমত শাহ ১৩৯ রানে ফেরার পর আট নম্বরে নামা আলমের ১০১ রানের ওপর ভর করে ৩৬৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান।
টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ জয় পর এবার টেস্ট সিরিজ জিতে দুর্দান্ত এক সফর শেষ করল তারা।
মন্তব্য করুন: