শৃঙ্খলাভঙ্গের কারণে এখনও বিপিএলে ‘সুযোগ পাননি’ সাব্বির

৬ জানুয়ারি ২০২৫

শৃঙ্খলাভঙ্গের কারণে এখনও বিপিএলে ‘সুযোগ পাননি’ সাব্বির

শৃঙ্খলাভঙ্গের সঙ্গে যেন বেশ ওতপ্রোতভাবে জড়িত সাব্বির রহমান। শৃঙ্খলাজনিত কারণে এর আগে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন আক্রমণাত্মক এই ব্যাটার। এবার ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, একই কারণে বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম তিন ম্যাচের একাদশের জায়গা পাননি তিনি।

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে সাব্বিরকে দলে নেয় ঢাকা। কিন্তু এখন পর্যন্ত তাকে কোনো ম্যাচে খেলায়নি দলটি। সাব্বিরের চেয়ে মানের দিক দিয়ে পিছিয়ে থাকা ক্রিকেটাররা একাদশে সুযোগ পেলেও, তিনি জায়গা না পাওয়ায় সামাজিক যোগযোগ মাধ্যমে ঢাকার টিম ম্যানেজমেন্টকে নিয়ে বেশ সমালোচনাও হয়েছে।

সোমবার সিলেটে সাব্বিরের না খেলার বিষয়টি খোলাসা করে সুজন বলেন, “ট্রেনিংয়ে সাব্বির অনুপুস্থিত ছিলো। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে অনুশীলনেই আসেনি সে। যার জন্য এটা বলতে পারেন শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে খেলানো হয়নি। বিশেষ করে তৃতীয় ম্যাচটা তাকে খেলানো হয়নি সে প্র্যাকটিসে আসে নাই এ জন্য। তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু সব মিলিয়ে।

আমি জিনিসটা সহজেই পাবলিকলি বললাম। কারণ একটা দূরত্ব থেকে যেতো কেন আমি খেলাচ্ছি না। এ জন্যই আমি কারণটা জানিয়ে দিলাম। ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে কেন খেলেনি।

কাউকে কিছুই জানিয়ে সাব্বির অনুশীলনে আসত না জানিয়ে সুজন বলেন, “অনুশীলনে না-ই আসতে পারে। অনেক প্লেয়ার আছে ম্যাচের আগের দিন অনুশীলন করে না। ১ তারিখের ট্রেনিংয়ে আমরা কেউই জানতাম না কেন সে আসেনি। ডিসিপ্লিনারি ইস্যু এ জন্যই বললাম যদি কেউ জানিয়ে যায় তাহলে এটা ইস্যু না। যেহেতু আমি জানি না, আমার ম্যানেজার জানে না কেউ জানে না। মাঠে গিয়ে যখন তাকে খুঁজি, জানি না যে সে কেন নেই, তাহলে তো সত্যিই শকিং ব্যাপার।

তবে সাব্বিরের ভক্ত-সমর্থকদের জন্য সুখবর দিয়ে ঢাকার কোচ বলেন, “সাব্বির ভালো প্লেয়ার আমি বিশ্বাস করি। আশা করি কালকের ম্যাচ থেকে আমরা তাকে খেলাতে পারবো। সে অভিজ্ঞ, ওর মতো একজনকে আমাদের মিডলে দরকার।

নিজের ভুল স্বীকার করে সাব্বির সুজনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেন জাতীয় দলের এই সাবেক ম্যানেজার।

ওর সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, ‘সুজন ভাই আমার ভুল হয়েছে, আপনি রাগ কইরেন না।’”

মন্তব্য করুন: