হেইলসের শতকে রংপুরের কাছে উড়ে গেল সিলেট

৬ জানুয়ারি ২০২৫

হেইলসের শতকে রংপুরের কাছে উড়ে গেল সিলেট

ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে বেশ বড় সংগ্রহই গড়েছিল সিলেট স্ট্রাইকার্স। লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। তবে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেইলসের বিধ্বংসী শতকে শুরুর ধাক্কা কাটিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে টানা চতুর্থ জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রনি তালুকদার ও জাকির হাসানের জোড়া ফিফটিতে ৪ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় সিলেট। জবাবে হেইলস ও জাকির হাসানের ১৮৬ রানের জুটির ওপর ভর করে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।

বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৪ বলে বিপিএলের একাদশ আসরের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন হেইলস। শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটার ৫৬ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত থাকেন ১১৩ রানে। অপর প্রান্তে বোলারদের ওপর ঝড় তোলা সাইফ ফেরেন ৮০ রান করে। তার ৪৯ বলের এই ইনিংসটি সাজান ৩ চার ও ৭ ছক্কায়।

রংপুর ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে সিলেট। ১৬তম ওভারে ম্যাচের দৃশ্যপট বদলে দেন হেইলস। সিলেট অধিনায়ক আরিফুল হকের করা ওভারে ৩ ছক্কা ও এক চারে ইংল্যান্ডের এই ব্যাটার তোলেন ২৩ রান। এরপর আল-আমিন হোসেনের করা ১৯তম ওভারে ইফতিখার আহমেদকে নিয়ে ২১ রান তুলে দলকে ম্যাচ জেতান তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন রনি তালুকদার। ৩০ বলে ডানহাতি এই ব্যাটার তুলে নেন ফিফটি। নবম ওভারে দলীয় ৮৮ রানে তিনি সাজঘরে ফেরেন ৫৪ রান করে। এরপর প্রতিপক্ষের ওপর আগ্রাসন চালিয়ে যান জাকির। বাঁহাতি এই ব্যাটার ফিফটির দেখা পান ৩৬ বলে।

শেষ দিকে অ্যারন জোন্স ও জাকের আলীর তাণ্ডবে ২০০ রান পার করে সিলেট। ইনিংসের শেষ ওভারে জাকেরর ৩ ও জোন্সের এক ছক্কায় রান আসে ২৭।

টানা চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রংপুর।

মন্তব্য করুন: